ত্রিশালে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


ত্রিশালে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,

ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর (সংরক্ষিত) ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে আজ সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে । বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কড়্গে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন সহকারী কমিশনার (ভূমি) মিকন তংচংগ্যা।
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েল (নৌকা), বি.এন.পি মনোনীত আমিনুল ইসলাম আমিন সরকার (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এ.বি.এম আনিছুজ্জামান (জগ) ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম (ডাবগাছ) প্রতীক পেয়েছেন।
এছাড়াও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর (সংরড়্গিত) ১৫জন ও সাধারণ কাউন্সিলর ৩২জনের মাঝে বিভিন্ন নির্বাচন কমিশন ঘোষিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মন্তব্যসমূহ