ফকির আলমগীর সম্মাননা পাচ্ছেন পশ্চিমবঙ্গের


 বিনোদন সংবাদঃ গণসঙ্গীতে বিশেষ অবদানের জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকারের কাছে থেকে সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী ফকির আলমগীর। আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে ‘বাংলা সঙ্গীত মেলা’। এদিন বিকালে কলকাতার নজরুল মঞ্চে ৮ দিনের এই সঙ্গীত মেলা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন শেষে অনুষ্ঠানে ফকির আলমগীরের হাতে তুলে দেয়া হবে সম্মাননা স্মারক। এই সম্মাননা পাওয়ার খবরে খুশি ফকির আলমগীর। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, নজরুল সঙ্গীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের পর ভারত সরকার আমাকে এমন সম্মাননা প্রদান করতে যাচ্ছে, এটা ভেবে আমি সত্যিই খুব আনন্দিত। এমন প্রাপ্তি আজীবন স্মরণীয় হয়ে থাকবে

মন্তব্যসমূহ