পহেলা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী


জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে এবারের পহেলা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের খাদ্য তালিকায় ১৪২৩ সালের পহেলা বৈশাখে ইলিশ মাছ অন্তর্ভুক্ত নেই বলে সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদযাপনের দিন খাদ্য তালিকায় ইলিশের কোন ধরণ রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলা ১৪২৩ সালের পহেলা বৈশাখ তারিখে গণভবনে খাবারের তালিকায় ইলিশ নেই। এ দিনের তালিকায় খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগীর মাংসভুনা।

মন্তব্যসমূহ