ভালুকায় জেএসসি পরীক্ষার্থী বিষপাণ করে আত্নহত্যা


স্টাফ রিপোর্টার, বর্ণমেলা নিউজ ২৪ ডট কম:

ভালুকা উপজেলা পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের জেএসসি সমাপ্ত পরীক্ষার্থী নাসরিন আক্তার (১৪) মঙ্গলবার (১ডিসেম্বর) দুপুরে বিষপাণ করতে আত্নহত্যা করেছে।

জানাযায়, পাঁচগাঁও গ্রামের রিক্্রা চালক কামাল হোসেনের মেয়ে নাসরিন দীর্ঘদিন যাবত মাথা ব্যথায় ভোগছিলেন। তার বাবা ডাটা ক্ষেতে কীটনাশক দেয়ার জন্য বাজার থেকে বিষ এনে ঘরে রাখলে, ঘটনার দিন দুপুরে নাসরিন মাথা ব্যথা সহ্য করতে না পেড়ে বিষপাণ করে আত্নহত্যা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্যসমূহ