মুসলিম উম্মাহ একজন ইসলামি চিন্তাবিদকে হারাল : ড. কারজাবি



আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক গোলাম আযমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গতকাল বাদজুমা কাতারের জাতীয় মসজিদে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
নামাজে জানাজা শেষে আন্তর্জাতিক স্কলারস ফোরামের চেয়ারম্যান ড. ইউসুফ আল কারজাবি বলেন, তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বরেণ্য ইসলামি চিন্তাবিদকে হারিয়েছে।
তিনি আরো বলেন, অধ্যাপক গোলাম আযম রাজনৈতিক নির্যাতনের স্বীকার। কাতার ছাড়াও মিসরের প্রাচীন আল আজহার বিশ্ববিদ্যালয়, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন, সৌদি আরবসহ অর্ধশতাধিক দেশে মরহুমের রূহের মাগফিরাত কামনায় গায়েবানা নামাজে জানাজা আদায়সহ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লাখো মুসলমান।
অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর সংবাদ মুহূর্তেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে প্রবাসে থেকেও তার নামাজে জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ কাতারের রাজধানী দোহার মসজিদে আয়েশায় ছুটে আসেন।
জুমার আজান দেয়ার আগেই মুসলিমদের উপচেপড়া ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। জুমার নামাজ শেষে মরহুমের জন্য দোয়া করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মিসরের ঐতিহাসিক আল আজহার মসজিদে বাদজুমা গায়েবানা নামাজে জানাজা আদায় করেন হাজারো মুরসিসমর্থক। এতে বিশ্ববিদ্যালয়ের মিসরীয় ছাত্রসহ বিভিন্ন দেশের ছাত্ররাও অংশগ্রহণ করেন।
এ দিকে জাপানের বিভিন্ন শহরে গায়েবানা নামাজে জানাজা আদায় করেছেন হাজারো মুসলিম। জাপানের টোকিওর ওৎসকা, আসাকুসা, সাইতামা সিটির কসিগায়া, ওইয়ামা সিটি, চিবা সিটি, তাতেবায়েসী সিটি, ইবারাকি সিটি, ফুকুশিমা প্রিফ্রেকচারের ইয়োয়াকি সিটিসহ অন্তত ২০টি শহরে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জাপান প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি স্থানীয় জাপানিজ ছাড়াও ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফ্রিকা, মালয়েশিয়া, মিসর, তুরস্ক, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন।
তা ছাড়া গায়েবানা নামাজে জানাজা পড়েছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী ছাত্র ও শিকেরা। এতে স্থানীয় ছাত্র ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক ইসলামিক স্কলারস ফোরামের চেয়ারম্যান আল্লামা ইউসুফ আল কারজাবি ছাড়াও ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিউনিশিয়া বিপ্লবের নায়ক ড. রশিদ আল ঘানুশি, ব্রাদারহুডের ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজ্জাত ও মালয়েশিয়া বিরোধী দলের প্রধান আনোয়ার ইব্রাহিমসহ অন্যান্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি।
অধ্যাপক গোলাম আযমের মৃত্যু সংবাদ আরব নিউজ ও আল আহরামসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান প্রধান দৈনিকে ফলাও করে প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ