ভালুকায় আ’লীগের মনোনয়ন বঞ্ছিতদের সংবাদ সম্মেলন

আসন্ন ইউপি নির্বাচনে ভালুকায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে কয়েক কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে আত্মীয়করণ,বিতর্কিত ও জনসমর্থহীন ব্যক্তিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিভিন্ন ইউনিয়নের মনোনয়ন বঞ্ছিত প্রার্থীরা। বুধবার (২০ এপ্রিল) দুপুরে ভালুকা নতুন বাসস্ট্যান্ড বৈশাখী হোটেলের (২য়-তলায়) কনফারেন্স রুমে ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে মনোনয়ন বঞ্ছিত প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার ০১ নং উথুরা ইউনিয়নের আবুল কালাম আকন্দ (কালিমুল্লাহ), ০৮ নং ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনির ও আতাউর রহমান কামাল, ০৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস ও জসিম উদ্দিন, ০৯ নং কাচিনা ইউনিয়নের রুহুল আমীন, মুশফিকুর রহমান ও লতিফ ফকির, ০৬ নং ভালুকা ইউনিয়নের আক্তার হোসেন ঢালী ও আফজাল হোসেন মন্ডল প্রমূখ। 
সংবাদ সম্মেলনের সভাপতি চেয়ারম্যান, আ’লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী  নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপো করে মনোনয়ন বাছাই কমিটি যেনতেন প্রার্থী দিয়েছেন, এমনকি ধর্মমন্ত্রী অধ্য মতিউর রহমানের ছেলে শান্ত এক কোটি টাকার বিনিময়ে তোফায়েল আহাম্মদ বাচ্চুকে হবিরবাড়ির মনোনয়ন দিয়েছেন। এমনকি বিএনপির নেতার নামও চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর কারণে কর্মী-সমর্থকদের মাঝে চরম ােভের সৃষ্টি হয়েছে। এমনকি দলের মাঝে বিবেদ সৃষ্টি হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। যে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে শুনা যাচ্ছে, ওই প্রার্থী নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জামানতও হারাতে পারেন।

মন্তব্যসমূহ