গফরগাঁওয়ে পিএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৭০০

গফরগাঁওয়ে পিএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৭০০
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনািসংহের গফরগাঁওয়ে পিএসসি ইংরেজী পরীক্ষার প্রথম দিনে অনুপসি’ত  প্রায় সাড়ে ৭’শ পরীক্ষার্থী ।  জানা যায়, এবার উপজেলায় প্রাথমিকে ৮,৩৯৪জন এবং এবতেদায়ীতে ১,১৫৮জন পরিক্ষার্থী ফরম পুরন করে। পরে কতৃপক্ষ নিয়ম সকল পরীক্ষার্থীর প্রবেশ প্রত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করে। কিন’ গতকাল রোববার প্রথম দিনে প্রাথমিকের ৪’২১জন ও এবতাদায়ীতে ৩২৩জন পরীক্ষার্থী অনুপসি’ত ছিল। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, প্রায় সাড়ে ৭’শ পরীক্ষার্থী অনুপসি’ত থাকার বিষয়টি দুঃখজনক।

মন্তব্যসমূহ