রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, নিহত ৯

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা ৫১ মিনিট থেকে ৭টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হতাহতরা সবাই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তিনি জানান, একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়াও ঘটনাস্থলে গেছেন।

জানা গেছে, চার ইউনিটের এই ভবনের দোতালায় মালিক নিজেই বসবাস করতেন। তিন তলায় অন্য ভাড়াটিয়ারা থাকতেন। চতুর্থ ও পঞ্চম তলা ব্যাচেলরদের জন্য ভাড়া দেয়া হয়েছিল। যে কক্ষ থেকে ৯ জঙ্গি নিহত হয় সেখানে ঐ ধরণের নাশকতা করার জন্য জরুরি উপকরণ পাওয়া যায়। বেশ কিছু অস্ত্রও পাওয়া যায় তাদের আস্তানায়। এ ছাড়াও রয়েছে বেশ কিছু অব্যবহৃত বোমা।

ঐ বাড়িটির আশপাশের সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। সকাল ৯টা পর্যন্ত নিহত জঙ্গিদের লাশ ঐ বাড়িতেই পড়ে আছে।

মন্তব্যসমূহ