অনলাইন ডেস্ক
কথায় আছে, মায়ের মতো আপন আর কেউ হয় না। আবার প্রবাদ- লোককথায় এও আছে,
পৃথিবী স্বার্থপর। পরস্পরবিরোধী দুটি প্রবচনের বাস্তব রূপ দেখাতেই সম্ভবত
ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় ঘটেছে এক অবাক ঘটনা।
আপন মা আর বোন মিলে ১৮ বছরের এক মেয়েকে ২৮ হাজার টাকায় (২৫ হাজার রুপি) বিক্রি করে দিয়েছিলেন দিল্লির চারজন পাচারকারীর কাছে। বিক্রি হওয়ার পর ওই ‘নরপশুরা’ চারদিন ধরে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর মেয়েটি পালিয়ে গিয়ে দিল্লির বারওয়ালান মহল্লায় তাঁর সৎমায়ের কাছে আশ্রয় নেন।
এরপর সৎমা মেয়েটিকে নিয়ে মোরাদাবাদ এলাকার মুঘলপুরা পুলিশ স্টেশনে যান। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাটি বিশেষ মহিলা স্টেশনে জানায়। এরপর মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শবনম খান এই ঘটনার দায়িত্ব নেন।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় শবনম খান জানান, এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার মূল অভিযুক্ত করা হয়েছে ধর্ষিতার মা ও বোনকে। এ ছাড়া অজ্ঞাতনামা চার পাচারকারীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মুঘলপুরা থানার কর্মকর্তা শিব প্যাটেল। এ ছাড়া দিল্লির আশপাশে গত এক মাসে কমপক্ষে ২৫ জন নারী নিখোঁজের ঘটনার সঙ্গে এই অভিযুক্তদের সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আপন মা আর বোন মিলে ১৮ বছরের এক মেয়েকে ২৮ হাজার টাকায় (২৫ হাজার রুপি) বিক্রি করে দিয়েছিলেন দিল্লির চারজন পাচারকারীর কাছে। বিক্রি হওয়ার পর ওই ‘নরপশুরা’ চারদিন ধরে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর মেয়েটি পালিয়ে গিয়ে দিল্লির বারওয়ালান মহল্লায় তাঁর সৎমায়ের কাছে আশ্রয় নেন।
এরপর সৎমা মেয়েটিকে নিয়ে মোরাদাবাদ এলাকার মুঘলপুরা পুলিশ স্টেশনে যান। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাটি বিশেষ মহিলা স্টেশনে জানায়। এরপর মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শবনম খান এই ঘটনার দায়িত্ব নেন।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় শবনম খান জানান, এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার মূল অভিযুক্ত করা হয়েছে ধর্ষিতার মা ও বোনকে। এ ছাড়া অজ্ঞাতনামা চার পাচারকারীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মুঘলপুরা থানার কর্মকর্তা শিব প্যাটেল। এ ছাড়া দিল্লির আশপাশে গত এক মাসে কমপক্ষে ২৫ জন নারী নিখোঁজের ঘটনার সঙ্গে এই অভিযুক্তদের সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ময়মনসিংহ
জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি: নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ -
See more at:
http://www.sheershanewsbd.com/2015/11/21/104609#sthash.EKDix51O.s9GDxfdE.dpuf
ময়মনসিংহ
জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি: নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ -
See more at:
http://www.sheershanewsbd.com/2015/11/21/104609#sthash.EKDix51O.s9GDxfdE.dpuf
মন্তব্যসমূহ