৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের টাউন হল শহীদ মিনার প্রাঙ্গনে দুই দিনব্যাপী
তথ্য মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে আজ বুধবার বিকেলে মেলা
প্রাঙ্গনে সংসদীয় প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ময়মনসিংহ এর
পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী
দিবস ২০১৫ ও তথ্য মেলা উদ্যাপন কমিটি এই মেলার আয়োজন করে। ‘তথ্যই শক্তি –
জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগানকে সামনে রেখে মেলায় ২০টি সরকারি
প্রতিষ্ঠান এবং ১২টি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় আগত দর্শনার্থীদের মাঝে
তাদের সেবা খাতের তথ্য বিতরণ করে।
সমাপনী দিনের শুরুতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-ময়মনসিংহের
সদস্যরা সংসদীয় প্রীতি বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্কের অন্যতম বিষয় ছিল
দেশের উন্নয়নে এবং দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহ অন্যতম শক্তিশালী
মাধ্যম। আলোচনা পর্বে ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
এডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ পিপিএম
এবং দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক
আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট
আনিসুর রহমান খান বলেন, দুর্নীতি প্রগতির শত্রু, উন্নয়নের শত্রু, মানবতার
শত্রু। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসনের
পক্ষ থেকে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সুযোগ করে দেওয়া হয়েছে,
কিন’ কোনো অভিযোগ দায়ের হয় না। এর অর্থ এই নয় যে, এখানে দুর্নীতি হয় না।
আসলে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য জনগণের স্পৃহা নেই। জনগণের
মধ্যে অভিযোগ দায়েরের স্পৃহা তৈরি করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল
কালাম আজাদ বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের জন্য প্রধান অন্তরায়। দুর্নীতির
কারণে আপামর জনগণ রাষ্ট্রের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের
মুক্তিযুদ্ধের চেতনা ছিল দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। নিজেরা সচেতন
হয়ে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে
নিয়ে আসা।
অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ পিপিএম বলেন, দুর্নীতি
প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও গুরুত্বসহকারে বিবেচনায় নিতে
হবে। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা
হলে অভিযোগ প্রদানের উদ্যোগ নিতে হবে। জনগণের মধ্যে অভিযোগ দায়েরের
সংস্কৃতি চালু করতে হবে। তাহলেই এক সময় সমাজের দুর্নীতি অনেকটা কমে আসবে।
অনুষ্ঠানে সনাক সভাপতি এএইচএম খালেকুজ্জামান সভাপতিত্বে স্বাগত বক্তব্য
রাখেন তথ্য মেলা আয়োজক কমিটির সদস্য এডভোকেট এ. এইচ. হাবীব খান এবং ধন্যবাদ
জ্ঞাপন করেন সনাক সহ-সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন। অনুষ্ঠানে
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের ধারণাপত্র উপস’াপন করবেন টিআইবির এরিয়া
ম্যানেজার মো: আলমগীর কবির। সমাপনী পর্বে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সনাকের
ইয়েস গ্রুপের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক সব মানুষের দেশ মঞ্চস’ করা হয়।
এছাড়া ফোক ব্যান্ড রঙের বাউল ফেরদৌস গান পরিবেশন করেন।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
ময়মনসিংহের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর এই তথ্য মেলার উদ্বোধন
ঘোষণা করেন। দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রয়োগ ও
সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জনগণকে
অবহিতকরণের লক্ষ্যে এই মেলা অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ