সৌদি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

সৌদি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু
ঢাকা: সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী জাজানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০৭ জন। দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

সৌদি সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এক ফেসবুক পোস্টে জানায়, স্থানীয় সময় বুধবার রাত ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালটির প্রথম তলায় এ আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রসূতিবিভাগ ও নিবিড় পরিচর্যা বিভাগ প্রথম তলায় অবস্থিত। সৌদি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

মন্তব্যসমূহ