ভালুকায় সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা


সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার ভালুকা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ এমপি। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাউদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ,সাধারন সম্পাদক এবি সিদ্দিকুর রহমান,উপজেলা জমিয়াতুল মোদারেছিন সম্পাদক মাও.মোহাম্মদ আলী,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেকউল্লাহ চৌধুরী,সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমীন,বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন খান,শহীদ নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কিরন,হালিমুন্নেছা চৌ.মে.বা.উ.বি’র প্রধান শিক্ষক আনোয়ারা নীনা,গোয়ারী ভাওয়ালিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার,বরচালা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার খাইরুল বাশার সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগন। সভায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র উপস্থিতি বৃদ্ধি কল্পে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া,নিয়মিত মা সমাবেশ করা, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাবহার বন্ধ করা,বিদ্যালয়ে বিনোদন মুলক কার্যক্রম নিশ্চিত করন ও দেশীয় খেলার চর্চ্চা বৃদ্ধি করা সহ নিয়মিত বিতর্ক প্রতিযোগীতা,নাটকসহ নানামুখী সহপাঠ্য কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্যসমূহ