ভালুকায় গোডাউনে আগুন ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই


Bhaluka 1,12,15-

স্টাফ রির্পোটার, বর্ণমেলা নিউজ ২৪ ডট কম: ভালুকা উপজেলায় একটি জোটের গোডাউনে আগুন লেগে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে সোমবার মধ্যরাতে।
সরজমিনে জানা যায়, ১ডিসেম্বর মঙ্গলবার মধ্য রাতে ভালুকা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে সিজা এন্টার প্রাইজের একটি গোডাউনে আগুন লাগলে ফায়ার সাভির্সের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান গোডাউন মালিক জসিম উদ্দিন মন্ডল।

ভালুকায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের সময়: Tue, Dec 1st, 2015 | ঢাকা বিভাগ / দেশের খবর
মোঃ মমিনুল ইসলাম, ভালুকা প্রতিনিধি:

lash_92675ময়মনসিংহের ভালুকায় (০১ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার তামাট গ্রাম থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তামাট গ্রামের আক্কাস আলীর (আক্কুর) মেয়ে ,বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী মহিমা আক্তারকে (১৯) বাড়িতে একা রেখে সোমবার সন্ধ্যায় তার বাবা মা পার্শ্ববর্তী ঢাকুরিয়া গ্রামে তার এক আত্মীয়ের  বাড়িতে রোগী দেখতে যান।
<a href='http://mediaconnect24.com/spa/revive-adserver-3.0.4/www/delivery/ck.php?n=ae55f451&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://mediaconnect24.com/spa/revive-adserver-3.0.4/www/delivery/avw.php?zoneid=2&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=ae55f451' border='0' alt=''/></a>
বাবা মা রাত ৯ টার সময় বাড়ি ফিরে  মহিমাকে ঘরে না পেয়ে আশ পাশের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে মহিমাকে না পেয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন তাদের গোয়াল ঘরের পিছনে রক্তাক্ত অবস্থায় মহিমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। মহিমার  বড় ভাই আমিনুল ইসলাম জানান, বোনের মৃত্যুর সংবাদ পেয়ে  আমি ময়মনসিংহ থেকে সকালে বাড়ি এসে দেখি গোয়াল ঘরের পিছনে তার নিথর দেহ পড়ে রয়েছে।
তার নাক ও মুখে রক্ত জমাট বেধে রয়েছে । তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছি না। স্থানীয় ইউপি মেম্বার জামাল উদ্দিন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। মহিমার ডান হাত ও গলায় আঘাতের চিহৃ রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা,তবে হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত ছাড়া বুঝা যাচ্ছেনা।
- See more at: http://www.somoyerkonthosor.com/archives/316963#sthash.SkvxiBzl.dpuf

মন্তব্যসমূহ