আন্র্তজাতিক ডেস্ক : ১৩৭ বছরের মাথায় প্রথমবারের মতো আজ বুধবার প্রকাশিত হয়নি
ভারতের প্রভাবশালী ও পুরোনো ইংরেজি দৈনিক দ্য হিন্দু। বিবিসি এই খবর
দিয়েছে।
বিবিসিকে
হিন্দুর প্রকাশক এন মুরালি জানিয়েছেন, তামিলনাড়ু রাজ্যে ব্যাপক বন্যার
কারণে চেন্নাই এর মারাইমালা নগর এলাকায় হিন্দুর প্রেস কমপ্লেক্সে গতকাল
কর্মীরা যেতে পারেনি। সব ধরনের যোগাযোগ বন্ধ, বাস,ট্রেন সার্ভিস বাতিল
হয়েছে। ফলে কর্মীরা চেন্নাই থেকে ১৮ কিলোমিটার দূরে মারাইমালা নগরে যেতে
পারেনি।
মুরালি
জানান, তাদের ছাপাখানাটি বিশাল এলাকা নিয়ে তৈরি, যা মূল শহর থেকে বেশ
দূরে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঠিকমত কাগজও পৌছানো যায় নি। গতকাল
কাগজও শেষ হয়ে যায়। আজ কাগজ পৌছানো যাবে কিনা তা নিয়েও সন্দিহান প্রকাশক এন
মুরলি।
একটানা
প্রায় ৫০ হাজার ৩৯ দিন রোজ সকালে চায়ের টেবিলে ভারতীয়দের সঙ্গ দিয়ে চলা
দ্য হিন্দ বন্যার কারণে মানুষের কাছে পৌছাতে পারলো না। সকালে অনেকেই চায়ের
টেবিলে হিন্দু না পেয়ে বিস্মিত হয়েছেন।
কলকাতার
এক পাঠক জি নিউজকে জানিয়েছেন, চা আছে, বিস্কুট আছে অথচ সে নেই এমনটা
ভাবাই যায় না। এতগুলো দিনের ঐতিহ্য, এতগুলো দিনের একসঙ্গে পথ চলা। দাদু,
জেঠা, বাবা, কাকার পরে বর্তমান পর্যন্ত যে ঘটনা কখনও হয়নি, আজ বুধবার তা
হল। চায়ের টেবিলে সব আছে, নেই কেবল দ্য হিন্দু। ১৩৭ বছরে এই প্রথম ছাপা হল
না ইংরাজি দৈনিক দ্য হিন্দু।
১৮৭৮
সালের ২০ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতে দ্যা হিন্দুর যাত্রা শুরু হয়।ভারতের
ইতিহাস বয়ে চলা দ্য হিন্দু কালের সমস্ত বাঁধা অতিক্রম করে ৫০ হাজারেরও বেশি
দিন একই ভাবে সঙ্গ দিয়ে আজ হঠাৎ আটকে গেল।
দ্য
হিন্দুর ইতিহাসের পাতায় যেমন স্বার্ণাক্ষরে ঐতিহাসিক হয়ে রয়েছে ভারতের
স্বাধীনতা, ৭৫-এর জরুরি অবস্থা, লর্ডসে ভারতের বিশ্বজয় থেকে আজকের মেক ইন
ইন্ডিয়া, তেমনি কালো অক্ষরে লেখা থাকল ২ ডিসেম্বর, ২০১৫
|
মন্তব্যসমূহ