আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর অত্মর্ভুক্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে মো. রেজাউল ইসলাম (রিপন) চালক ‘জাতীয় পতাকা মার্কা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার ফুলবাড়ীয়া বাজারের মেইন রোডস’ আলম এশিয়া পরিবহণ প্রা: লি: এর উত্তর পার্শ্বের বিল্ডিং সাটানো প্যানাটি নিয়ে সমালোচনার ঝড় বইছে। প্রত্যক্ষদর্শী থেকে শুরম্ন করে যারা এ প্যানাটি দেখছেন তারাই বলছেন নির্বাচনের আর কোন মার্কা ছিল না ? জাতীয় পতাকা মার্কা হয় কি করে? জাতীয় পতাকা যে কোন ব্যক্তি, যে কোন স্থানে ব্যবহার করা কতটুকু আইন সঙ্গত
মন্তব্যসমূহ