ভিটামিন ‘এ’সমৃদ্ধ ভোজ্য তেল সরবরাহ নিশ্চিত করতে শিগগিরই এ অভিযান পরিচালনা করা হবে।


  বিশেষ প্রতিবেদনঃ ভোক্তা পর্যায়ে শতভাগ ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল সরবরাহ নিশ্চিত করতে শিগগিরই বিএসটিআইর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন ২০১৩-এর আলোকে এ অভিযান পরিচালনা করা হবে। আইনের কঠোর প্রয়োগের আগে ১০ ডিসেম্বর ঢাকায় ভোজ্যতেল রিফাইনারি মালিক, আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে অবহিতকরণ সভা করা হবে। মঙ্গলবার বিসিকের ‘সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরির কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োডিনযুক্ত লবণ এবং শিল্প মন্ত্রণালয়ের ‘ফর্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে মতবিনিময় সভায় শিল্প সচিব এ তথ্য জানান। সভায় জানানো হয়, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বাড়াতে সরকার গৃহীত পদক্ষেপের ফলে ইতিমধ্যে দেশে আয়োডিন ঘাটতিজনিত রোগ-বালাই কমে এসেছে। বর্তমানে দেশের শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ কম-বেশি আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে। ভোক্তা পর্যায়ে শতভাগ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে ১১৭টি লবণ কারখানায় লবণ পরীক্ষাগার স্থাপন, ২৬৭টি লবণ কারখানায় এসআইপি মেশিন সরবরাহ এবং ২০০টি কারখানায় এসআইপি মেশিন আধুনিকায়ন করা হয়েছে। আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও বাজারজাতকরণে বাধ্য করতে সরকার লবণ আইনের কঠোর প্রয়োগ করবে বলে সভায় জানানো হয়। সভায় আরো জানানো হয়, ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ কর্মসূচির আওতায় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি ভোজ্যতেল শোধনাগারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সমঝোতা অনুসারে ভোজ্যতেল রিফাইনারিগুলো তেল উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভিটামিন এ সমৃদ্ধ করবে। যেসব রিফাইনারি এখনো এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেনি, তাদেরকে বিদ্যমান আইন অনুযায়ী ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও বিপণনে বাধ্য করা হবে। সভায় শিল্পসচিব বলেন, সরকার জনস্বার্থে ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ এবং লবণে আয়োডিন মেশানোর কর্মসূচি গ্রহণ করেছে। বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে গৃহীত এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি জনকল্যাণমুখী এ কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন।

মন্তব্যসমূহ