পথশিশু

পথশিশু এর চিত্র ফলাফল
পথশিশু
ইসলাম তরিক
""""""""""""""'''''''''""""""""''''''''


পথশিশুদের জীর্ণ জীবন
ক্লান্তি ভরা রাত্রি
কার ভুলে যে হচ্ছে তারা
অন্ধকারের যাত্রী।।
:
কষ্ট চাদর লেপটে থাকে
তাদের সারা অঙ্গে
নিত্য দিন-ই প্রতারণা
করছি তাদের সঙ্গে।।
:
তাদের নিয়ে সবার মুখে
শুনছি কতো যুক্তি
মিথ্যে মায়ায় দিচ্ছি ধোকা
মিলছে না তাই মুক্তি।।
:
উত্থলে পড়া দরদ মুখে
মনের দরদ শুন্য
সেবার নামে এই সমাজে
পথশিশু হয় পণ্য।। 

মন্তব্যসমূহ