প্রজনন স্বাস্থ্য সেবায় আর এইচস্টেপ’এর ভুমিকা প্রশংসার দাবীদার


প্রজনন স্বাস্থ্য সেবায় আর এইচস্টেপ’এর ভুমিকা প্রশংসার দাবীদার

প্রজনন স্বাস্থ্য সেবায় আর এইচস্টেপ’এর ভুমিকা প্রশংসার দাবীদার
স্টাফ রিপোর্টার | ৫ ডিসেম্বর ২০১৫, শনিবার,
ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও আর এইচ স্টেপ এর প্রকল্প উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো: নাছির উদ্দিন আহমেদ বলেন, ৩২বৎসর যাবৎ এ প্রকল্প প্রজনন স্বাস্থ্য সেবা ও এমআর বিষয়ে এ প্রতিষ্ঠানের প্রশংসার সাথে করছে। আর এই জন্য মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমে যাওয়ায় বিশ্বে আমরা প্রশংসিত। বাড়ী বাড়ী গিয়ে পরিদর্শীকারা গর্ভবতী, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে মহিলাদের উদ্বুদ্ধ করায় মাতৃমুত্য হার ১.৯৪ তে নেমে এসেছে।
গতকাল শনিবার সকালে হোটেল সিলভার ক্যাসেলে রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম(আরএইচ স্টেপ) আয়োজিত প্রজনন স্বাস’্য উন্নয়নে “এমআর ও প্যাক প্রশিক্ষিত পরিবার কল্যান পরিদর্শীকাদের ভুমিকা”শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ব্রিগে: জেনারেল মো: নাছির উদ্দি আহমেদ একথা বলেন। আরএইচস্টেপ এর নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: বিরাগ আনন্দ নাথ,ডা: মো: আ: রউফ, শেরপুর জেলা পরিবারপরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা:মুজিবুর হক, আরএইচ স্টেপ এর প্রোগ্রাম ম্যানেজার আতিয়া সুলতানা, মেডিকেল অফিসার ডা:বিজলী প্রভা ত্রিপুরা,রায়হানা আক্তার ও রিজিওনাল ম্যানেজার কাম ইন্টারনাল অডিটর মো:রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন কাজী মাহফুজুল করিম। আরএইচস্টেপ এর নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা বলেন, ৩টি কারনে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার কমেছে। এর মধ্যে আছে প্রশিক্ষিত সেবাদানকারী, নিরাপদ সেবাদানকারী ও প্রয়োজনমত যে কেউ
পরিবার পরিকল্পনা সামগ্রী ব্যবহার করতে পারে। ১৯৭৯ সালে আরএইচ স্টেপ শুরুর পর দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে আসছে। শিশু ও মাতৃ মৃত্যু হার কমিয়ে আনার পেছনে মাঠ কর্মীদের অবদান রয়েছে।
এসব সাফল্য প্রমান করে এ দেশের মানুষ সচেতন।আজ আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাড়িয়েছি।এ সাফল্য আরএইচস্টেপ এর একার নয়,সাফল্য্য সবার। আরএইচস্টেপ এর প্রোগ্রাম ম্যানেজার আতিয়া সুলতানা বলেন, এ প্রকল্পের ৩১টি শাখার মাধ্যমে স্বাস’্য সেবা কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। ডোর টু ডোর যাচ্ছে। মো বেষ্ট ক্যান্সার রোগীর ২৬ভাগ বেষ্ট ক্যান্সার রোগী তাদের চিকিৎসার আওতায়। সারা দেশে এ প্রকল্প ১লাখ ৪০হাজার বেষ্ট ক্যান্সার রোগীর চিকিৎসা দিয়েছে। দেশে টোটাল এমআর এর মধ্যে আরএইচস্টেপ শতকরা ১৫ ভাগ রোগীর চিকিৎসা করে থাকে। ডা: রউফ বলেন, সারা দেশে ৩১টি কেন্দ্রের মাধ্যমে আরএইচস্টেপ ১৯জেলায় সেবাদান করে। তিনি আরো বলেন,দেশে ৩ লাখ মসজিদ আছে। শীতকালে সারা দেশে ওয়াজ হয়। এসব মসজিদ ও ওয়াজ মাহফিলের মাধ্যমে সহজেই মানুষকে সচেতন করা যায়। পরে দ্বিতীয় সেসনে আরএইচস্টেপ এর সার্বিক কার্যক্রমের মুল্যায়ন করা হয়।

মন্তব্যসমূহ