বীর মুক্তিযোদ্ধা ফয়জুল আজিজ মজনু আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার বর্ণমেলা নিউজ ২৪ ডট কম: ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের মরহুম আজিজুল হকের পুত্র ও সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাংগঠনিক সম্পাদক, ভালুকা উপজেলা শাখার সাবেক আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল এর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ও ধীতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়জুল আজিজ মজনু (৬৫) ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিটে হৃদরোগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মরহুমের জানাজা ১১ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তাঁর নিজ বাড়িতে উপজেলা ভূমি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও প্রশাসনের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা জানাজা সম্পন্ন হয়েছে।
Mojno-2
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ জেলা বিএনপি’র সভাপতি একে.এম মোশারফ হোসেন, উপজেলা সহকারী কমান্ড মুক্তিযোদ্ধা আঃ কাদের মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Mojno-1
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধীতপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম কামাল, সাবেক চেয়ারম্যান মীর তোফাজ্জল হোসেন জজ মিয়া, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান সারুয়ার জাহান এরমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্ল্যাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবু তালেব মৃধা, সাংবাদিক কামাল, কৃষকলীগ নেতা হাজী আব্দুর রহমান, বিএনপি নেতা হাতেম, কৃষকলীগ নেতা কামাল হোসেন তালুকদার, আঃ বাতেন এমএজি হোসেন, হারুন অর রশিদ (ভোকেট), আব্দুল কাইয়ুম, আশরাফুল ইসলাম গোলাম ও সারুয়ার আলম প্রমুখ।
Mojno-4
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্র সন্তান সহ ভাই বোন, অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার ইমামতি করেন আশরাফুল আলম টিটু।

মন্তব্যসমূহ