২০১৫ সালের সেরা ২০ হলিউড ছবি

২০১৫ সালের সেরা ২০ হলিউড ছবি
ঢাকা: ২০১৫ সালের শেষ মাসের শেষ বেলায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই বছরের সেরা ২০টি হলিউড ছবির তালিকা। এই ছবির তালিকা তৈরিতে শুধু ছবির বানিজ্যিক দিকটিকে গুরুত্ব দেয়া হয়নি। একই সাথে তার কাহিনী, ছবি তৈরিতে মুন্সিয়ানা এবং সর্বোপরি সমালোচকদের দৃষ্টিতে ছবিটি কেমন তাকেও সমান গুরুত্ব দেয়া হয়েছে।

তাহলে আসুন দেখে নেই ২০১৫ সালের সেরা ২০টি হলিউড ছবি

১. ইনসাইড আউট
ইয়ং রিলেই সব সম্পর্ক ছিন্ন করে মিডওয়েষ্ট থেকে সান ফ্যান্সিসকোতে চলে যাওয়ার পর সেখানে অবস্থানকালীন আবেগ, রাগ, দু:খ কে উপজীব্য করেই বানারো হয়েছে ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ছবি।এটি একটি এনিমেটেড ছবি।

২. ম্যাকবেথ
এটি ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি ছবি। ম্যাকবেথের স্কটল্যান্ডের রাজা হওয়ার সময়কার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এই ১১৩ মিনিটের ছবিতে।

৩. বিষ্ট অব নো নেশস
একটি বাচ্চা ছেলে কিভাবে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেও একজন সৈনিক হিসেবে কিভাবে ওই যুদ্ধে অংশ নেয় তারই কাহিনী তুলে ধরা হয়েছে ১৩৭ মিনিটের ওই ছবিতে।

৪. ইনহেরিট ভাইস
১৯৭০ সালে লস আ্যঞ্জেলস এ কিভাবে মাদকের ভয়াবহ বিস্তার হয় আর সেই সময়ে একজন ব্যক্তিগত তদন্তকারী কিভাবে তার সাবেক প্রেমিকার পিছনে অনুসন্ধান চালিয়ে রহস্য উদঘাটন করে তাই দেখানো হয়েছে এই ১৪৮ মিনিটের ছবিতে।

৫. ব্রিজ অব স্পাই
শীতল যুদ্ধ চলাকালীন আটক রাশিয়ার একজন গুপ্তচরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য নিয়োগ করা একজন মার্কিন আইনজীবির উপর ভর করে গড়িয়েছে এই ১৪১ মিনিটের এই ছবি।

৬. ম্যাড মাক্স: ফ্রিউরি রোড
একদল মেয়ে বন্দীর সাহায্যে এক মহিলার একজন অত্যাচারী শাসকের মুখোশ উম্মোচন করার গল্প বলা হয়েছে ১২০ মিনিটের এই ছবিতে।

৭. স্যাকেরীয়
যুক্তরাষ্ট্র আর মোক্সিকোর সীমান্তে মাদক পাচার রোধে একজন দক্ষ এফবিআই এজেন্টকে নিয়োগ করা হয়, তারপর কি করেন তিনি তাই তুলে ধরা হয়েছে ১২১ মিনিটের এই ছবিতে।

৮. এক্স ম্যাকিনা
১০৮ মিনিটের এই ছবিটি একজন কম্পিউটার প্রোগ্রামারকে নিয়ে।

৯. স্টিভ জবস
নাম শুনেই হয়ত বুঝে গেছেন কি নিয়ে এই ছবি। কম্পিউটার যুগের এক অনন্য ব্যক্তিত্ব স্টিভ জবস এর জীবনী নিভর্র এই ছবি। দৈর্ঘ্য ১২২ মিনিটি।

১০. লাভ এন্ড মার্সি
১৯৬০ সালের কাহিনী। একজন সমুদ্র পাড়ের ছেলে কিভাবে তার ভিতর দাঁনা বেধে উঠা মানসিক রোগের বিরুদ্ধে সংগ্রাম করে তাই দেখানো হয়েছে। দৈর্ঘ্য ১২১ মিনিট।

১১. আ্যমি
বৃটিশ সংগীত শিল্পী আ্যমি ওয়াইহাইজ এর জীবনী নির্ভর ১২৮ মিনিটের এই ছবি।

১২. স্ট্রেইট অ্যাউটো কম্পটন
মার্কিন নিগ্রোদের হিপহপ এবং তাদের সংগ্রামকে নিয়ে উপজীব্য করে এই ছবি। দৈর্ঘ্য ১৪৭ মিনিট।

১৩. দ্য মার্টেইন
মঙ্গল গ্রহে মুনষ্য অভিযাত্রা নিয়ে ১৪৪ মিনিটের এই ছবি।

১৪. দ্য ওয়ার্ক
ঘটনার সময় ১৯৭৪। বিশিষ্ট দড়ি হন্টন শিল্পী ফিলিপ প্যাটি’র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে অন্য বিল্ডিংয়ে দড়ি উপর দিয়ে হেঁটে যাওয়াকে নিয়ে বানানো হয়েছে ১২৩ মিনিটের এই ছবি।

১৫. ইট ফলোস
একজন তরুণীর উপর অতিপ্রাকৃতিক শক্তির যৌন নির্যাতন আর সেটাকে তরুণীর প্রতিরোধের চেষ্টাকে ঘিরেই ১০ মিনিটের এই ছবি।

১৬. মি এন্ড আর্ল এন্ড ডায়িং গার্ল
একজন স্কুল বালক এবং তার বন্ধু আর্ল যারা ক্ল্যাসিক ছবি বানাতে ভালোবাসে তারা যখন জানতে পারে তাদেরই এক সহপাঠী ক্যান্সারে আক্রান্ত কি হয় তখন, এটিই ১০৫ মিনিটিরে এই ছবির ঘটনা।

১৭. স্লো ওয়েষ্ট
একজন তরুণ স্কটিশ ভ্রমন সহায়তাকারীর গল্প তুলে ধরা হয়েছে ৮৪ মিনিটের এই ছবিতে।

১৮. ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড
ভিক্টোরিয়ান ইংল্যান্ডের ৩টি ঘটনা তুলে ধরা হয়েছে ১১৯ মিনিটের এই ছবিতে।

১৯. কিংস ম্যান: দ্য সিক্রেট সার্ভিস
একটি গুপ্তচর প্রতিষ্ঠানের কর্মকান্ডের উপর ভিত্তি করে তৈরি ১২৯ মিনিটের এই ছবি।

২০. শন দ্য শীপ মুভি
মজা আর আ্যডভেঞ্চার নির্ভর এনিমেটেড ছবি এটি। দৈর্ঘ্য ৮৫ মিনিট।

মন্তব্যসমূহ