এমন এক কথা বলতে গিয়ে ৩৩ বছরের এই অভিনেত্রী বলেন, 'আনজানা আনজানি' সিনেমার শ্যুটিংয়ের সময় এক ভক্তকে তিনি চড় মেরেছিলেন। কারণ সেই ভক্ত ছবি তোলার নাম করে আমার খুব কাছে গিয়ে অসভ্যতা করেছিলেন।' কেউ অসভ্যতা করলেই এই সিনেমায়ও আমি তাকে চড় মারি।' প্রকাশ ঝাঁ-এর সিনেমা 'জয় গঙ্গাজল'-এ প্রিয়াঙ্কা পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছন। আগামী বছর ৪ মার্চ রিলিজ করবে 'জয় গঙ্গাজল'।
এমন এক কথা বলতে গিয়ে ৩৩ বছরের এই অভিনেত্রী বলেন, 'আনজানা আনজানি' সিনেমার শ্যুটিংয়ের সময় এক ভক্তকে তিনি চড় মেরেছিলেন। কারণ সেই ভক্ত ছবি তোলার নাম করে আমার খুব কাছে গিয়ে অসভ্যতা করেছিলেন।' কেউ অসভ্যতা করলেই এই সিনেমায়ও আমি তাকে চড় মারি।' প্রকাশ ঝাঁ-এর সিনেমা 'জয় গঙ্গাজল'-এ প্রিয়াঙ্কা পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছন। আগামী বছর ৪ মার্চ রিলিজ করবে 'জয় গঙ্গাজল'।
মন্তব্যসমূহ