ব্রেকিং নিউজ! ব্রেকিং নিউজ!! ব্রেকিং নিউজ!!!
অবশেষে ফেসবুককে মুক্তি দিল সরকার!>>
অবশেষে শত কল্পনা জল্পনা শেষে সরকার ফেসবুক খুলে দিয়েছে।
শুকরিয়া তারানা হালিম মেডাম। অবশেষে আপনার দক্ষ অভিনয়ের পর্ব শেষ হলো। খুব ভালো একটা নাটক উপহার দিলেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকীদের।
তবে ........ বিস্তারিত>>
অবশেষে ফেসবুককে মুক্তি দিল সরকার!>>
অবশেষে শত কল্পনা জল্পনা শেষে সরকার ফেসবুক খুলে দিয়েছে।
শুকরিয়া তারানা হালিম মেডাম। অবশেষে আপনার দক্ষ অভিনয়ের পর্ব শেষ হলো। খুব ভালো একটা নাটক উপহার দিলেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকীদের।
তবে ........ বিস্তারিত>>
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে
জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সরকারের এ
সিদ্ধান্ত জানার পর বিটিআরসি ফেসবুকে খুলে দিয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে
অন্যান্য অ্যাপস বন্ধ থাকবে বলে জানান তারানা হালিম। সরকারের এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা
সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ভূমিকা আছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক বলেন, ‘দেশের তরুণদের কথা মাথায় রেখে
সজীব ওয়াজেদ জয় ফেসবুক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। দেশের তরুণের বিজনেস প্রসেস
আউটসোর্সিং (বিপিও) ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণেরা ফেসবুক না
থাকায় সমস্যায় পড়ছিলেন। তাদের কথা মাথায় রেখে ফেসবুক খুলে দেওয়া হয়েছে।’
ফেসবুক খুলে দেওয়া হলেও সরকারের বন্ধ করা অন্যান্য অ্যাপস এখনো চালু হয়নি।
মন্তব্যসমূহ