‘ম্যানহোলে পড়ে শিশু নীরবের মৃত্যু’ আসন্ন পৌর নির্বাচন এবং
জলবায়ু নিয়ে যে সম্মেলন চলছে এই দুটি বিষয়কে আজ প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র
গুরুত্ব দিয়ে ছেপেছে। মানবজমিন, আমাদের সময়, কালের কন্ঠ সহ কয়েকটি
পত্রিকায় গুরুত্ব পেয়েছে পৌর নির্বাচনের বিষয়টি। ‘আচরণবিধি ভেঙে চিনি কলের
বাসে মহড়া আওয়ামী লীগ প্রার্থীর’ রাজশাহীর পবা’র ঘটনাকে গুরুত্ব দিয়ে
প্রকাশ করেছে কালেরকন্ঠ। আর নির্বাচন বিধিমালা সংশোধন করার যে উদ্যোগ
নিয়েছে নির্বাচন কমিশন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ছেপেছে যুগান্তর।
তবে বেশিরভাগ পত্রিকাতেই শিশু নীরবের মৃত্যুর ঘটনাকে বড় করে দেখা হয়েছে। এছাড়াও মতিঝিলে শ্রমিকদের বিক্ষোভকে শিরোনাম করেছে নয়াদিগন্ত। প্রতিবেদন বলা হয়েছে, মঙ্গলবার মতিঝিলে এক গার্মেন্টস কর্মী বাস চাপায় নিহত হবার পর বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এই ঘটনায় প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকার বাণিজ্যিক পাড়া মতিঝিল। ঐ সময় সব ধরণের যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।
‘কুনিও হোশি হত্যা তদন্তের নতুন মোড় এবং তাবেলা হত্যার ঘটনা সেই আগের অবস্থানেই’ এই খবরটি গুরুত্ব পেয়েছে প্রথম আলোতে। কুনিও হত্যার সঙ্গে জেএমবি সদস্য জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ঘটনায় বিএনপি জামায়াত জড়িত। এছাড়া ৬ জানুয়ারি নিজামীর চূড়ান্ত রায়, সীতাকু-ে ২ ভারতীয় পুণ্যার্থীকে হত্যার খবরটিও গুরুত্ব পেয়েছে ট্যাবলয়েড দৈনিক মানবজমিনে।
তবে বেশিরভাগ পত্রিকাতেই শিশু নীরবের মৃত্যুর ঘটনাকে বড় করে দেখা হয়েছে। এছাড়াও মতিঝিলে শ্রমিকদের বিক্ষোভকে শিরোনাম করেছে নয়াদিগন্ত। প্রতিবেদন বলা হয়েছে, মঙ্গলবার মতিঝিলে এক গার্মেন্টস কর্মী বাস চাপায় নিহত হবার পর বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এই ঘটনায় প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকার বাণিজ্যিক পাড়া মতিঝিল। ঐ সময় সব ধরণের যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।
‘কুনিও হোশি হত্যা তদন্তের নতুন মোড় এবং তাবেলা হত্যার ঘটনা সেই আগের অবস্থানেই’ এই খবরটি গুরুত্ব পেয়েছে প্রথম আলোতে। কুনিও হত্যার সঙ্গে জেএমবি সদস্য জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ঘটনায় বিএনপি জামায়াত জড়িত। এছাড়া ৬ জানুয়ারি নিজামীর চূড়ান্ত রায়, সীতাকু-ে ২ ভারতীয় পুণ্যার্থীকে হত্যার খবরটিও গুরুত্ব পেয়েছে ট্যাবলয়েড দৈনিক মানবজমিনে।
মন্তব্যসমূহ