চাঁদা না দেয়ায় পুলিশের হামলা: অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন চা দোকানদার


Image result for চাঁদা না দেয়ায় পুলিশের হামলা: অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন চা দোকানদার 

এক রাতের অসহ্য যন্ত্রণার পর মারা গেলেন মিরপুরে পুলিশের হামলায় দগ্ধ চা দোকানদার বাবুল মাতব্বর। চাঁদা না দেয়াতেই তার এ করুণ পরিণতি।

বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বারণ ইউনিটে ভর্তি করার পর সারারাত অসহ্য যন্ত্রণায় ছটফট করেন।

অবস্থার অবনতির পর সকালে তিনি মারা যান। এদিকে, থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলার সঙ্গে কোনো পুলিশ সদস্য নয় বরং সোর্স জড়িত থাকতে পারে।

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা সংলগ্ন কিংশুক মাঠের পাশে অবস্থিত এই চায়ের দোকানটি বাবুল মাতব্বর নামের এক ব্যক্তির। বুধবার রাতে এই দোকানে সোর্সসহ চাঁদা চাইতে যায় পুলিশ।

দু'পক্ষের কথোপকথনের এক পর্যায়ে চা বিক্রেতা বাবুলকে ভয় দেখাতে দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্টোভের আগুন থেকে বাবুলের শরীরে আগুন ধরে যায়। তার পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সাপ্তাহিক চাঁদা না দেয়ায় ইচ্ছে করেই এ ঘটনা ঘটানো হয়।

পরে আহত বাবুলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছিল। তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার গোবিন্দ বিশ্বাস জানিয়েছিলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, মিরপুর শাহ আলী থানার উপ-পরিদর্শক শাহীদুল ইসলাম জানিয়েছেন, এ হামলার সাথে কোন পুলিশ সদস্য জড়িত নয়। তবে অভিযুক্ত দেলোয়ার পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।

বাবুল মাতব্বরের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে চাঁদা চাওয়ার কোন সম্পর্ক নেই বলেও দাবি করেছে পুলিশ।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বৃহম্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্তব্যসমূহ