শহিদ মিনার শেখ সুমাইয়া সুলতানা


শেখ সুমাইয়া সুলতানা



এই সেই শহিদ মিনার
যেথায় শুয়ে আছে
সালাম,বরকত,রফিক,শফিক
হৃদয়ে যাদের ভাষার চেতনা
ছিলো প্রতিবাদৗ নির্ভৗক!!
আরও আছে আব্দুল জব্বারের
বিদেহী আত্মা,,
বাংলা মোদের মাতৃভাষা
বাংলা জাতিসত্তা//
এই ভাষাতে কথা বলি
এই ভাষাতে গাই গান,,
ভাষা সৈনিকের রক্তে ভেজা
এই বাংলার ময়দান//
ভাষার দাবিতে মেতেছিলো
যেমন কাল বৈশাখৗ ঝড়,,
ভাষা বিদ্রোহৗর বিনাশ ঘটালো
করলো দেশান্তর//
আজিকে মোর একটি দাবি
তোমাদের কাছে ভাই,,
বাংলার প্রতি শহিদ মিনারে যেন
একটি কৃষ্ণচূড়া গাছ
দেখিতে পাই//
সে গাছ দেখে সবার হৃদয়ে
শহিদের স্মৃতি মনে জাগবে,,
বৗর বাঙালি করুণ সুরে
একুশের গান গাইবে//

মন্তব্যসমূহ