নিউজ ডেস্ক : সময়ে সময়ে নতুন স্মার্টফোন আসে। এতে মাস কয়েক গত হতে না হতেই নতুন ফোন হয়ে যায় পুরাতন। ছয় মাস বা এক বছর পর পর হ্যান্ডসেট বদলানো না হলেও গড়পড়তা প্রতি দু’বছর অন্তর স্মার্টফোন বদলানো হয়। আর প্রতিবারই বিভিন্ন প্রশ্নের সামনে পড়তে হয় ব্যবহারকারীদের। মনে প্রশ্ন জাগে, কী করব পুরনো স্মার্টফোনটিকে নিয়ে? ফেলে দেব, নাকি বিক্রি করে দেব? নাকি বন্ধুকে দিয়ে দেব?
পুরনো স্মার্টফোন ফেলে না দিয়ে বা বিক্রি না করে, একে ব্যবহার করা যেতে পারে অন্য কাজে। দেখে নেওয়া যাক, পুরনো স্মার্টফোন দিয়ে কী করা যেতে পারে—
• ডেস্কটপ কম্পিউটার
স্মার্টফোনকে সাধারণ কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায়। এ জন্য ডেবিয়ান-লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেয়া যেতে পারে স্মার্টফোনে। তারপরে মনিটরের সঙ্গে কানেক্ট করুন। ব্লুটুথ কী-বোর্ড এবং মাউসের সঙ্গে সিঙ্ক করে দিন। এতে পুরনো স্মার্টফোন হয়ে যাবে ডেস্কটপ কম্পিউটার।
স্মার্টফোনকে সাধারণ কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায়। এ জন্য ডেবিয়ান-লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেয়া যেতে পারে স্মার্টফোনে। তারপরে মনিটরের সঙ্গে কানেক্ট করুন। ব্লুটুথ কী-বোর্ড এবং মাউসের সঙ্গে সিঙ্ক করে দিন। এতে পুরনো স্মার্টফোন হয়ে যাবে ডেস্কটপ কম্পিউটার।
• জিপিএস
স্মার্টফোনে লোড করে নিন সিটি ম্যাপার, গুগল ম্যাপস এর মতো ম্যাপিং অ্যাপস। এতে জিপিএস ইউনিট হিসেবে কাজ করবে আপনার স্মার্টফোন। আর আপনিও গাড়িতে চড়ে নিরাপদে যাত্রা করতে পারবেন।
স্মার্টফোনে লোড করে নিন সিটি ম্যাপার, গুগল ম্যাপস এর মতো ম্যাপিং অ্যাপস। এতে জিপিএস ইউনিট হিসেবে কাজ করবে আপনার স্মার্টফোন। আর আপনিও গাড়িতে চড়ে নিরাপদে যাত্রা করতে পারবেন।
• ওয়াই-ফাই এক্সটেন্ডার
আপনার স্মার্টফোনে দুর্বল ওয়াই-ফাই যদি থাকে, তাহলে অ্যাপ এফকিউরুটার ২ ইনস্টল করে নিন। তাহলেই ভাল কাজ করবে আপনার পুরনো স্মার্টফোন।
আপনার স্মার্টফোনে দুর্বল ওয়াই-ফাই যদি থাকে, তাহলে অ্যাপ এফকিউরুটার ২ ইনস্টল করে নিন। তাহলেই ভাল কাজ করবে আপনার পুরনো স্মার্টফোন।
• মিডিয়া সেন্টার
আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনে ক্রোমকাস্ট স্ট্রিমিং ডিভাইস লোড করে নিন। রিফরম্যাট করে নিন আপনার মোবাইল। এতে তা মিডিয়া সেন্টার হয়ে যাবে।
আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনে ক্রোমকাস্ট স্ট্রিমিং ডিভাইস লোড করে নিন। রিফরম্যাট করে নিন আপনার মোবাইল। এতে তা মিডিয়া সেন্টার হয়ে যাবে।
• জিম ডিভাইস হিসেবে ব্যবহার
জিম ডিভাইস হিসেবে জিমে এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন আপনার পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অপ্রয়োজনীয় অ্যাপস, সিম কার্ড বের করে দিয়ে গান শুনুন ঘাম ঝরাতে ঝরাতে।
জিম ডিভাইস হিসেবে জিমে এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন আপনার পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অপ্রয়োজনীয় অ্যাপস, সিম কার্ড বের করে দিয়ে গান শুনুন ঘাম ঝরাতে ঝরাতে।
মন্তব্যসমূহ