.......................................
পরন্ত বিকেলের রোদেলা
সেলিনা জাহান প্রিয়া
সেলিনা জাহান প্রিয়া
যত স্বঁপ্ন চোঁখের পাতায় আজ .মনের আঙিনায়
ধুলো-মাখা পথের খোঁজে হূদয়ের আরশিতে শ্যাওলা
আমার মনের গভীরে সব..শ্রাঁবণ হয়ে ঝঁড়ে পরে
কতকাল আর চেয়ে রবো উদাসি দৃঁষ্টিতে ব্যথার সমুদ্রে ।
ধুলো-মাখা পথের খোঁজে হূদয়ের আরশিতে শ্যাওলা
আমার মনের গভীরে সব..শ্রাঁবণ হয়ে ঝঁড়ে পরে
কতকাল আর চেয়ে রবো উদাসি দৃঁষ্টিতে ব্যথার সমুদ্রে ।
সেই পুরনো দিনগুলো কথা বলে মনের জানালায়
ছলছল দৃষ্টি পড়ন্ত বিকেলে পুকুরপাড়ে বসে সূর্যাস্ত দেখা
একরাশ স্মৃতি এসে ভর করলো মনের জানালায় একাকী
সিঁদুর রাঙা মেঘ দিগন্তের গায় ভুলে যাবার তো কিছু নেই ।
ছলছল দৃষ্টি পড়ন্ত বিকেলে পুকুরপাড়ে বসে সূর্যাস্ত দেখা
একরাশ স্মৃতি এসে ভর করলো মনের জানালায় একাকী
সিঁদুর রাঙা মেঘ দিগন্তের গায় ভুলে যাবার তো কিছু নেই ।
আমি তো সেই গল্পে পড়া শেষ বিকেলের রোদেলা মেয়ে!
গোধূলী বেলায় তুমি নিলে আমার মন নীরব আখি দেখে
ছেঁড়া মেঘের ফাঁকে দূরের পাখি আসছে ফিরে আপন ঘরে
তুমি না এলে হারিয়ে যাব অন্ধকারে যত স্বঁপ্ন চোঁখে নিয়ে ।
গোধূলী বেলায় তুমি নিলে আমার মন নীরব আখি দেখে
ছেঁড়া মেঘের ফাঁকে দূরের পাখি আসছে ফিরে আপন ঘরে
তুমি না এলে হারিয়ে যাব অন্ধকারে যত স্বঁপ্ন চোঁখে নিয়ে ।
তুমি নেই তাই বিষন্ন পথচলা যত স্বঁপ্ন মনের আঙিনায়
দুটি নয়নে মমতার এক অরণ্য ছায়া উদাসি দৃঁষ্টিতে আজ
সূর্য ডুবে যাবে মিলিয়ে যাবে রঙিন আভা নীলাকাশের নীলে
রোদেলার নির্মল সেই প্রান্তরে এক রহস্যময় সূর্যোদয় দেখবে ।
দুটি নয়নে মমতার এক অরণ্য ছায়া উদাসি দৃঁষ্টিতে আজ
সূর্য ডুবে যাবে মিলিয়ে যাবে রঙিন আভা নীলাকাশের নীলে
রোদেলার নির্মল সেই প্রান্তরে এক রহস্যময় সূর্যোদয় দেখবে ।
সেই আলোয় আমাকে আজ মনের আঙিনায় নিয়ে আসব
অন্ধকার প্রান্তরে-ধুলো-মাখা পথে দৃঢ় প্রত্যয় একটা সূর্য চাই,
আমি চারপাশ নিয়ে ভাবি মনে মনে খুব দোষ দিতে ইচ্ছে করে
পুরনো কালের বিস্ময়কর মন কিন্তু কাকে দোষ দেব জানিনা ।
অন্ধকার প্রান্তরে-ধুলো-মাখা পথে দৃঢ় প্রত্যয় একটা সূর্য চাই,
আমি চারপাশ নিয়ে ভাবি মনে মনে খুব দোষ দিতে ইচ্ছে করে
পুরনো কালের বিস্ময়কর মন কিন্তু কাকে দোষ দেব জানিনা ।
অরন্য আমার হাতে তুলে দেয় ছায়া, ফুলে ফুলে ওঠে অভিমান
প্রথার পেছনে এই সমাজ বেচে থাকে প্রথা, রীতি প্রশ্নে জর্জরিত
ভালবেসে গাল ফুলিয়ে দোষ করে শান্তি খুঁজে নেব যে, আজ
অস্থির থেকে অস্থিরতর হয়ে তীব্র এক অভিমান অন্ধকারে ঘুমাই ।
প্রথার পেছনে এই সমাজ বেচে থাকে প্রথা, রীতি প্রশ্নে জর্জরিত
ভালবেসে গাল ফুলিয়ে দোষ করে শান্তি খুঁজে নেব যে, আজ
অস্থির থেকে অস্থিরতর হয়ে তীব্র এক অভিমান অন্ধকারে ঘুমাই ।
মন্তব্যসমূহ