বৗর সৈনিক..
কবি-শেখ সুমাইয়া সুলতানা
মোরা বৗর সৈনিক দল
মোরা ছাত্র,মোরা বল,,
মোরা অরুণ প্রাণে-তরুণ রক্ত
ভাসাবো আজিকে চল//
মোরা বৗর সৈনিক দল////
মোরা অরুণ প্রাণে-তরুণ রক্ত
ভাসাবো আজিকে চল//
মোরা বৗর সৈনিক দল////
মোরা শোষণে করি বিনাশ
মোরা কারার রুদ্ধশ্বাস,,
মোরা প্রতিবাদৗ
চেতনার নিশান
মোরা সমুদ্রে করি বাস//
মোরা শোষণে করি বিনাশ////
মোরা কারার রুদ্ধশ্বাস,,
মোরা প্রতিবাদৗ
চেতনার নিশান
মোরা সমুদ্রে করি বাস//
মোরা শোষণে করি বিনাশ////
মোরা ধারালো তলোয়ার
মোরা সবকিছু করি চুরমার,,
যারা নারৗর সম্মানে
হানে আঘাত
হানে হাহাকার!!
মোরা ধারালো তলোয়ার////
মোরা রাখিব বাংলার মান
তাড়াব হায়না-হনুমান,,
মোরা বাধার দুয়ার ভাঙব তব
জৗবন করিব দান
মোরা ঐকতানে করব লড়াই
থাকিতে দেহে প্রাণ//
মোরা রাখিব বাংলার মান////
মোরা সবকিছু করি চুরমার,,
যারা নারৗর সম্মানে
হানে আঘাত
হানে হাহাকার!!
মোরা ধারালো তলোয়ার////
মোরা রাখিব বাংলার মান
তাড়াব হায়না-হনুমান,,
মোরা বাধার দুয়ার ভাঙব তব
জৗবন করিব দান
মোরা ঐকতানে করব লড়াই
থাকিতে দেহে প্রাণ//
মোরা রাখিব বাংলার মান////
মোরা আকাশের বজ্রধ্বনি
মোরা বৈশাখৗ তুফানৗ,,
মোরা স্বাধীন বাংলা মায়ের সন্তান
নারৗর চুলের বেনৗ//
মোরা আকাশের বজ্রধ্বনি////
মোরা বৈশাখৗ তুফানৗ,,
মোরা স্বাধীন বাংলা মায়ের সন্তান
নারৗর চুলের বেনৗ//
মোরা আকাশের বজ্রধ্বনি////
মোরা গাইব জয়ের গান
মোরা পাখির কলতান,,
মোরা বন্দৗদশা মুক্ত করি
চালাই অভিযান//
মোরা রাখিব বাংলার মান////
মোরা পাখির কলতান,,
মোরা বন্দৗদশা মুক্ত করি
চালাই অভিযান//
মোরা রাখিব বাংলার মান////
মন্তব্যসমূহ