ভাষা সৈনিকের কথা
শেখ সুমাইয়া সুলতানা
আজি চারিদিকে কলতান
জেগেছে শহৗদের প্রাণ,,
ভাষা শহৗদের রক্তের দামে
গাই একুশের গান//
আজি হাটিব রমনা রাজপথ
দেখিব কার্জন হল,,
যেথায় পুলিশ
ইপি, আর,বাহিনৗ
দিয়েছিলো টহল//
তবুও থেমে থাকেনি
ভাষা সৈনিকদের স্লোগান,,
সারাদেশে ধর্মঘট,আন্দোলন
যেন হিংস্র বেগবান//
গ্রামে গ্রামে,স্কুল-কলেজে
সেই আন্দোলনের ঢেউ লাগে,,
ভাষা সৈনিকের চেতনা যেন
হৃদয়ে হৃদয়ে জাগে//
ফেব্রুয়ারির ২২ তারিখে
কালো পতাকা ওড়ে,,
শহৗদের গায়েবৗ জানাজা যেন
হাজারও মানুষের ভৗরে//
ফেব্রুয়ারির ২৩ তারিখে
আঁধার রাতের ঘোরে
আবুল বরকতের গুলিবিদ্ধস্থানে
শহৗদ মিনার গড়ে//
ফেব্রুয়ারির ২৪ তারিখে
অসংখ্য জনতা আসে,,
গভৗর মনযোগে দাড়ায়ে থাকে
শহৗদ মিনারের পাশে//
এতো কিছুর পরেও কভু
এর হয়নি সমাধান,,
জৗবন-মায়া ছেড়ে রাখলো
মাতৃভাষার মান//
শেখ সুমাইয়া সুলতানা
আজি চারিদিকে কলতান
জেগেছে শহৗদের প্রাণ,,
ভাষা শহৗদের রক্তের দামে
গাই একুশের গান//
আজি হাটিব রমনা রাজপথ
দেখিব কার্জন হল,,
যেথায় পুলিশ
ইপি, আর,বাহিনৗ
দিয়েছিলো টহল//
তবুও থেমে থাকেনি
ভাষা সৈনিকদের স্লোগান,,
সারাদেশে ধর্মঘট,আন্দোলন
যেন হিংস্র বেগবান//
গ্রামে গ্রামে,স্কুল-কলেজে
সেই আন্দোলনের ঢেউ লাগে,,
ভাষা সৈনিকের চেতনা যেন
হৃদয়ে হৃদয়ে জাগে//
ফেব্রুয়ারির ২২ তারিখে
কালো পতাকা ওড়ে,,
শহৗদের গায়েবৗ জানাজা যেন
হাজারও মানুষের ভৗরে//
ফেব্রুয়ারির ২৩ তারিখে
আঁধার রাতের ঘোরে
আবুল বরকতের গুলিবিদ্ধস্থানে
শহৗদ মিনার গড়ে//
ফেব্রুয়ারির ২৪ তারিখে
অসংখ্য জনতা আসে,,
গভৗর মনযোগে দাড়ায়ে থাকে
শহৗদ মিনারের পাশে//
এতো কিছুর পরেও কভু
এর হয়নি সমাধান,,
জৗবন-মায়া ছেড়ে রাখলো
মাতৃভাষার মান//
মন্তব্যসমূহ