সেলিনা জাহান প্রিয়া
--- সেলিনা জাহান প্রিয়া ।।
তুমি আসবে বললে এই বসন্তে
হাতে একদম সময় নেই ।
দিনে কত কাজ ! বলত দেখি
মায়ের সাথে রান্না করা ,
বাগানের গাছে জল ঢালা
দাদী মায়ের পান বানিয়ে দেয়া ।
বাবার সব কিছুতেই মা মা ডাক!
খুব মজা হয় জানো ! বাবা সেই
মা মা ডাকে ।
দাদী জান আমি এক সাথে বলি
আসছি ! দাদী হাসে আমি হাসি ।
মায়ের লাল চোখ সব কিছুতেই
বাবা আসলেই আমি মহা রানি ।
যত কথা ই বল , বাবা আমার জান
আমি মাঝে মাঝে খুব চিন্তা করি
যদি পালকী আসে নিতে ,
মা হয়ত কাদবে জুড়ে জুড়ে
কিন্তু আমার বাবার কলিজা
ফেটে চোখে রক্ত ঝরবে ।
বাবার সব কিছুইতেই খুকি
তার কোট পেন্ট আর ইংলিশ টুপি
হাত ঘড়িটা সোনালি রঙের ।
বাবার জন্য আমি রোজ কাঁদব
যদি আসি বউ সেজে তোমার ঘরে ।
খুব মায়া হবে পুষা বিড়াল মিনির জন্য
চড়াই পাখি গুলো খুঁজবে জানালায়
তবে দাদী বাজবে গল্প বলা থেকে ।
তুমি বলছ আমি এত কাজের মাঝে
তোমার জন্য কবিতা লিখি কি করে ?
আমি কিন্তু অনেক দুষ্ট ।
রাত থেকে কিছুটা সময় চুরি করি
রাত জেগে জেগে ।
তোমার ঘরে এসে পুষিয়ে নেব , দেখ
একটা লম্বা ঘুম দিয়ে ।
তুমিও কিন্তু বাবা র মত ডাকি ও না আমায়
খুকি চা চা করে ।
হাতে একদম সময় নেই ।
দিনে কত কাজ ! বলত দেখি
মায়ের সাথে রান্না করা ,
বাগানের গাছে জল ঢালা
দাদী মায়ের পান বানিয়ে দেয়া ।
বাবার সব কিছুতেই মা মা ডাক!
খুব মজা হয় জানো ! বাবা সেই
মা মা ডাকে ।
দাদী জান আমি এক সাথে বলি
আসছি ! দাদী হাসে আমি হাসি ।
মায়ের লাল চোখ সব কিছুতেই
বাবা আসলেই আমি মহা রানি ।
যত কথা ই বল , বাবা আমার জান
আমি মাঝে মাঝে খুব চিন্তা করি
যদি পালকী আসে নিতে ,
মা হয়ত কাদবে জুড়ে জুড়ে
কিন্তু আমার বাবার কলিজা
ফেটে চোখে রক্ত ঝরবে ।
বাবার সব কিছুইতেই খুকি
তার কোট পেন্ট আর ইংলিশ টুপি
হাত ঘড়িটা সোনালি রঙের ।
বাবার জন্য আমি রোজ কাঁদব
যদি আসি বউ সেজে তোমার ঘরে ।
খুব মায়া হবে পুষা বিড়াল মিনির জন্য
চড়াই পাখি গুলো খুঁজবে জানালায়
তবে দাদী বাজবে গল্প বলা থেকে ।
তুমি বলছ আমি এত কাজের মাঝে
তোমার জন্য কবিতা লিখি কি করে ?
আমি কিন্তু অনেক দুষ্ট ।
রাত থেকে কিছুটা সময় চুরি করি
রাত জেগে জেগে ।
তোমার ঘরে এসে পুষিয়ে নেব , দেখ
একটা লম্বা ঘুম দিয়ে ।
তুমিও কিন্তু বাবা র মত ডাকি ও না আমায়
খুকি চা চা করে ।
মন্তব্যসমূহ