অস্ত্র রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অস্ত্র রপ্তানি দেশগুলোর তালিকায় গত ৫ বছর ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা একটানা প্রথম ২টি অবস্থান ধরে রেখেছে। ৩য় স্থানে রয়েছে চীন। আজ সোমবার সুইডেনের ‘দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ এ তথ্য জানিয়েছে।
২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্তও অস্ত্র রপ্তানিতে শীর্ষে ছিল ওয়াশিংটন। স্টকহোমের গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গত ৫ বছরে দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানি বেড়েছে শতকরা ২৭ ভাগ। গোটা বিশ্বের এক-তৃতীয়াংশ অস্ত্রই রপ্তানি করছে যুক্তরাষ্ট্র।
অস্ত্র রপ্তানি খাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটি গত পাঁচ বছর ধরে সারা বিশ্বে মোট অস্ত্র চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে রাশিয়া থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে যে তিনটি দেশ তা হলো: ভারত, চীন ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। আগের ৫ বছরের তুলনায় ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনের অস্ত্র রপ্তানি বেড়েছে শতকরা ৮৮ ভাগ। যদিও তারা হালকা ধরনের অস্ত্রই বেশি রপ্তানি করে থাকে। এরপরেই রয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে গত ৫ বছরে ফ্রান্সের অস্ত্র রপ্তানি কমেছে শতকরা ৯ দশমিক ৮ ভাগ। একই সময়ে জার্মানির অস্ত্র রপ্তানি কমেছে শতকরা প্রায় ৫০ ভাগ।

মন্তব্যসমূহ