ভালুকা,প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার হরিবাড়ীর সিড্ষ্টোর বাজার এলাকার জিয়া”নামের এক ব্যক্তির বাড়ী থেকে অপহরণকারী দলের ২ সদস্যকে আটক করে পুলিশ।
ময়মনসিংহের রাকিবুল (২৫),হেপী (২০) নামের নবদম্পতি সহ ৩জনকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও অপহৃতরা জানায় ,গত ১৯ ফেব্র“য়ারী নবদম্পতি বাড়ী বাড়া কওে দেয়ার নামে তাদের আটক করে,পরিবারের কাছে ৩ল টাকা মুক্তিপণ দাবী করে, ওই দম্পতির উপর শারীরিক নির্যাতন চালায় অপহৃরণকারীরা। অপহরণের ১দিন পর অপহৃতের আত্মীয় রুহুল (২৫)মুক্তি পণের টাকা নিয়ে এলে তাকেও আটক করে পূর্নরায় মুক্তিপণ দাবী করে অপহৃরণকারীরা ।
বিষয়টি ভালুকা মডেল থানাকে জানাইলে পুলিশ সোমবার (২১ ফেব্র“য়ারি) রাতে সিডষ্টোর বাজারে অভিযান চালিয়ে, অপহৃণকারী দলের সদস্য আকরাম হোসেন কাঞ্চন (২৫), মানবকন্ঠ ভালুকা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজের বাতিজা মোঃ ইসমাইল মেকারের ছেলে জুয়েল মিয়া (২২)কে আটক করে অপহৃতদের উদ্ধার করেন।
ময়মনসিংহের রাকিবুল (২৫),হেপী (২০) নামের নবদম্পতি সহ ৩জনকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও অপহৃতরা জানায় ,গত ১৯ ফেব্র“য়ারী নবদম্পতি বাড়ী বাড়া কওে দেয়ার নামে তাদের আটক করে,পরিবারের কাছে ৩ল টাকা মুক্তিপণ দাবী করে, ওই দম্পতির উপর শারীরিক নির্যাতন চালায় অপহৃরণকারীরা। অপহরণের ১দিন পর অপহৃতের আত্মীয় রুহুল (২৫)মুক্তি পণের টাকা নিয়ে এলে তাকেও আটক করে পূর্নরায় মুক্তিপণ দাবী করে অপহৃরণকারীরা ।
বিষয়টি ভালুকা মডেল থানাকে জানাইলে পুলিশ সোমবার (২১ ফেব্র“য়ারি) রাতে সিডষ্টোর বাজারে অভিযান চালিয়ে, অপহৃণকারী দলের সদস্য আকরাম হোসেন কাঞ্চন (২৫), মানবকন্ঠ ভালুকা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজের বাতিজা মোঃ ইসমাইল মেকারের ছেলে জুয়েল মিয়া (২২)কে আটক করে অপহৃতদের উদ্ধার করেন।
মন্তব্যসমূহ