সাংবাদিকদের সমস্যা সমাধানে সরকার মনোযোগ দেবে: রাষ্ট্রপতি

Vision Led ad on bangla Tribune
রাষ্ট্রপতি আবদুল হামিদরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে স্কেল বাস্তবায়িত হওয়ার কারণে সাংবাদিকরা বৈষম্য বোধ করছেন। আমি আশা করবো সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে এবং অচিরেই বিষয়টি সমাধান হবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন। বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আমার দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা সাহায্য চাইলে আমি সবটুকু সাহায্যের চেষ্টা করবো।’
রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমের কাজকে আরও সহজ করতে ও প্রয়োজনীয় ভারসাম্য রক্ষার জন্য সরকার তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, প্রেস কাউন্সিল ও সাম্প্রতিক সময়ে জাতীয় সম্প্রচার কমিশন গঠন করেছে। এগুলো সাংবাদিকদের কাজ সহজ করেছে এবং তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা এনেছে।’
গৃহায়ণ, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য ক্ষেত্রে উন্নয়নশীল দেশের নাগরিকরা যে ধরনের সমস্যার সম্মুখিন হন, সাংবাদিকদেরও সেধরনের সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এ সব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ নিতে হবে এবং সরকার সাংবাদিকদের সঙ্গে থাকবে। রাষ্ট্রপতি বলেন, ‘ইতোমধ্যে সরকার এ ব্যাপারে একটি ট্রাস্ট গঠন করেছে। সাংবাদিকদের অংশগ্রহণে ও নেতৃত্বে সমস্যা সমাধানে এই ট্রাস্ট বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। গণতন্ত্র বিকশিত হলেই গণমাধ্যম প্রসারিত হবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ