মানব মাজার
শেখ সুমাইয়া সুলতানা
শেখ সুমাইয়া সুলতানা
বিশাল মানব মাজার
ভাই রে কত লোকের বাস,,
কত জনরে দেখিয়াছি
শুনি নানান পরিহাস!!
মানব জৗবনে আছে
বাধা শত শত,,
যে জন সহিতে পারে
সে রহে অবিরত//
গুণৗজন রে দেখিয়াছি
সাধন করিতে,,
কন্টকে গোলাপ মেলে
যদি পার ধরিতে//
কুজনে রে দেখিয়াছি
হানে লোকের সর্বনাশ,,
তখনি ভাবি আমি
হায় আল্লাহ কোথায় করি বাস!!?
জগত ঘুরিয়া দেখি
সুজনের বড়ই অভাব,,
অসহায় রে নিচে ফেলে
এটাই কি মানবের স্বভাব?
এতো কিছু দেখি তব
করি না বারন,,
কুজনে রে পিছে ফেলি
আমি করে যাই সাধন//
দুই হাত তুলি মোনাজাত করি
ওহে আল্লাহ তোমার-দরবারে,,
এই অধমে রে রেখো তুমি
দুষ্ট লোকের চোখের অগোচরে//
মন্তব্যসমূহ