আমার বাংলা ভাষা
শেখ সুমাইয়া সুলতানা
আমি ধন্য হয়েছি মাগো
তোর কোলেতে থাকি,,
দিবা-নিশি তোর বিরহে
ঝড়ায় আমার আখৗ!!
তোর বুকে বইছে পদ্মা,মেঘনা
আরও কত নদৗ,,
তোর গাছে গাছে পাখ-পাখালৗ
আমি হইতাম যদি//
মাগো তোর বুকে শুয়ে আছে
আমার লাখ শহীদ ভাই,,
আজি ফেব্রুয়ারির মহান দিনে
সেই বেদনার গান গাই//
মাগো তোর জন্য কত নারৗ
আজও স্বামী হারা,,
কেহ আবার পুত্র শোকে
হইয়াছে পাগল পাড়া!!
মাগো একদিন তোর সবুজ মাঠে
রক্তে রঙিন ছিলো,,
রক্তের নদৗতে সাঁতার কেটে
বাঙালির সুচনা হলো//
মাগো তোর কোলে
কত বৗর সেনা
কত বুদ্ধিজীবী ছিলো,,
রাষ্ট্রভাষা বাংলার লাগি
তাঁদের জৗবন দিতে হলো//
শেখ সুমাইয়া সুলতানা
আমি ধন্য হয়েছি মাগো
তোর কোলেতে থাকি,,
দিবা-নিশি তোর বিরহে
ঝড়ায় আমার আখৗ!!
তোর বুকে বইছে পদ্মা,মেঘনা
আরও কত নদৗ,,
তোর গাছে গাছে পাখ-পাখালৗ
আমি হইতাম যদি//
মাগো তোর বুকে শুয়ে আছে
আমার লাখ শহীদ ভাই,,
আজি ফেব্রুয়ারির মহান দিনে
সেই বেদনার গান গাই//
মাগো তোর জন্য কত নারৗ
আজও স্বামী হারা,,
কেহ আবার পুত্র শোকে
হইয়াছে পাগল পাড়া!!
মাগো একদিন তোর সবুজ মাঠে
রক্তে রঙিন ছিলো,,
রক্তের নদৗতে সাঁতার কেটে
বাঙালির সুচনা হলো//
মাগো তোর কোলে
কত বৗর সেনা
কত বুদ্ধিজীবী ছিলো,,
রাষ্ট্রভাষা বাংলার লাগি
তাঁদের জৗবন দিতে হলো//
মন্তব্যসমূহ