জাকিয়া সুলতানা রাণী, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে বাবু (২৮) নামক এক যুবক নিহত ও কমপে ১৫জন আহত
হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহতদের মধ্যে আশংকাজ্জনক অবস্থায় কামাল (৩০) জিন্নাত (২ মাস) সুমী (৩৫) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কমীরা জানায়, সোমবার (১ ফেব্র“য়ারী) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ভালুকাগামী একটি যাত্রী বাহী বাস (ঢাকা মেট্রো জ -১৪-১৮০২) অপর দিক থেকে যাত্রী বাহী ব্যাটারী চালিত অটোরিক্সার মুখ মুখি সংঘর্ষেও আশংকায় অটো রিক্সা যাত্রীদের বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাবু (২৮) মারা যান। এ সময় রেজ্জাক (৪০) আসাদুল (২৫) কামাল (৩০) শামছুল হক (৪৫) সুমী (৩৫) বেলাল (৪৫) রমিজা (৩৫) রমজান (৫০) দুলাল (৪০) মঞ্জুর হোসেন (৪৫) আফরোজা (১৮) শহিদুল (৪০) লিপি (১৮) ও দুই মাসের শিশু জিন্নাত সহ কমপে ১৫ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে আশংকাজ্জনক অবস্থায় কামাল (৩০) জিন্নাত (২ মাস) সুমী (৩৫) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কমীরা জানায়, সোমবার (১ ফেব্র“য়ারী) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ভালুকাগামী একটি যাত্রী বাহী বাস (ঢাকা মেট্রো জ -১৪-১৮০২) অপর দিক থেকে যাত্রী বাহী ব্যাটারী চালিত অটোরিক্সার মুখ মুখি সংঘর্ষেও আশংকায় অটো রিক্সা যাত্রীদের বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাবু (২৮) মারা যান। এ সময় রেজ্জাক (৪০) আসাদুল (২৫) কামাল (৩০) শামছুল হক (৪৫) সুমী (৩৫) বেলাল (৪৫) রমিজা (৩৫) রমজান (৫০) দুলাল (৪০) মঞ্জুর হোসেন (৪৫) আফরোজা (১৮) শহিদুল (৪০) লিপি (১৮) ও দুই মাসের শিশু জিন্নাত সহ কমপে ১৫ যাত্রী আহত হন।
মন্তব্যসমূহ