নদীতে মিল, কারখানা, গার্মেন্ট এর শিল্পবর্জ্য ও নদী কেন্দ্রিক গড়ে উঠে শহরের দূষিত পানি

12088224_1061811050524157_3246879230686959702_n

২৭ ফেব্রুয়ারী ২০১৬ শনিবাবার সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত “খনন, পুন: খনন ও সংস্কার করে নব্যতা ফিরিয়ে আনতে চিলাই নদীর ২৩ কি মি: তীরের শেরালিয়া বাড়ীঘাট (চিলাই এর উৎস), গাজীতলাঘাট, মহলঘাট, শ্মশানঘাট, হানকাঁটা ব্রীূজ, তিতারকুল ব্রীজ, কানাইয়া বাজারব্রীজ, পূবাইল ব্রীজ এই ৮টি স্পটে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের- চিলাই বাঁচাও আন্দোলনের উদ্যেগে এর আহ্বায়ক এ্যাড. মো: জালাল উদ্দীন ভান্ডারীর সভাপতিতে ব্যাপক জনসাধারনের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিলাই বাঁচাও আন্দোলনের সদস্য সচিব প্রভাষক মো: আহসান উল্লাহ বিপ্লব সঞ্চালনায় মানববন্ধনে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো: আনোয়ার সাদত, গাজীপুর বারের সভাপতি ড. এড. শহীদুজ্জান, সাবেক সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক এড. মো: ইমরান, সাবেক সাধারণ সম্পাদক এড. সিদ্দিকুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর জাান্নাতুর রহমান জান্নাত, কাউন্সিলর এড. আয়শা, জেলা আওয়ামীগের সভানেত্রী দিলরুবা ফউজিয়া, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব ড. এ কে এম রিপন আনসারী, এড. মুন্জুর মোর্শেদ প্রিন্স, জয়দেবপুর বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সভাপিতি মো: আ: রাজ্জাক, বাংলাদেশ নদী বাচাও আন্দোলনের সহ-সভাপতি মো: ছানাউল্লা, ফেডরিক মুকুল বিশ্বাস, মো: মনির হোসেন, সাধারণ সস্পাদক এড. মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক (দপ্তর) ডা. বোরহানউদ্দিন অরন্য, মনোয়ার হোসেন রনি, জীব বৈচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান,অর্থ সম্পাদক মো: তাজুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌ: জেমাম আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক শামীম মোহাম্মদ, বাপা গাজীপুররে সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলার সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসেন, হাড়িনাল উচ্চ বিদ্যাল এর প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুছ ছাত্তার, নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক এড. মোস্তাফিজুর কামাল, যুগ্ম সম্পাদক মো: আশরাফুল ইসলাম, তুরাগ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব জাহিদুর রহমান বকুল, কেন্দ্রীয় নেতা আ: করিম পাখি , গাজীপুর সদরের সভাপতি অনন্ত কিশোর বর্মন, চিলাই বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো: আবু রায়হান, প্রভাষক হাফেজ মামুন, প্রভাষক সাব্বির আহাম্মেদ রুবেল, মো: জাহাঙ্গীর হোসেন, এ্যাড. মো: আ: রহিম, মো: খায়ের মিয়া, প্রভাষক মো:শামীম আশরাফ সবুজ, মো: আমীর হোসেন, কালীগঞ্জ নদী বাচাও আন্দোলনের সভাপতি সাংবাদিক আল আমিন, চিলাই বাঁচাও আন্দোলনের নেতা কায়সার আহমেদ নাহিন, মামুন হোসেন সুজন, মো: বোরহান উদ্দিন, মো: শফিকুল ইসলাম খান শফিক, মো: উজ্জল মাহমুদ হৃদয়, গাজীপুর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পারিচালক মো: আসলাম খান ও মো: আনোয়ার হোসেন, এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দেও মধ্যে মোহাম্মদ আলী, এড. মনির, মো: মাইনূল, অনিছুর রহমান, তানভীর আহমেদ খান, মানববন্ধন থেকে সরকারের কাছ নিন্মোক্ত দাবী জানানো হয়-
১) সি এস ও এস এ পর্চা অনুযায়ী চিলাই এর সীমানা জরীপ ও সীমানা পিলার বসাতে হবে এবং পরিকল্পিতভাবে খনন ও ড্রেজিং করে বালি ও পলি অপসারণের ব্যবস্থা করতে হবে।
২) “প্লাবন ভুমি” অর্থাৎ বর্ষাকালের পূর্ন প্রবাহের সময় নদী যতটুকু প্রশস্ত থাকে ততটুকু প্রয়োজন অধিগ্রহন করে তীর সংরক্ষন করতে হবে।
৩) সংরক্ষিত তীওে জলজ ( হিজল, তমাল,তাল,গাব,বট, তাল)) বৃক্ষরোপন এবং পায়ে চলার পথ নির্মান করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে এ নদীর শাখা-প্রশাখার বাঁকে বাঁকে জলজ প্রানী ও মৎসের অভয়াশ্রম গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৪) চিলাই এবং তার শাখাগুলোতে নির্মিত সেতুগুলোকে ‘উড়াল সেতু’ হিসেবে নির্মান করতে হবে যাতে বর্ষাকাল নৌ চলাচলে বিঘœ না ঘটে।
৫) চিলাই নদীর উপর নির্মিত প্রতিটি ব্রীজে এ নদীর সংরক্ষিত “পরিচিতি মূলক নাম ফলক” লাগাতে হবে যাতে নদীর প্রতি ভালবাসা ও গণসচেতনতা বৃদ্ধি পায়।
৬) প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ২৩ কি: মি: দীর্ঘ চিলাই, বিল বেলাই এবং তার পাশ্ববর্তী অঞ্চলকে পর্যটন অঞ্চল ঘোষণা করে তার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করতে হবে।
৭) নদী বান্ধব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা চালু করতে চিলাই তীরবতী শেরেলিয়াবাড়ী, গাজীতলা, মহলঘাট,তিতারকুল, কানাইয়া বাজার, পূবাইল বাজার কে নদী বন্দর হিসেবে পূর্নগঠন করতে হবে এবং বর্ষাকালে জলজ আবর্জনা (কচুরী পানা) অপসারন করতে হবে।
৮) নদীতে মিল, কারখানা, গার্মেন্ট এর শিল্পবর্জ্য ও নদী কেন্দ্রিক গড়ে উঠে শহরের দূষিত পানি ফেলা ময়লা আবর্জনা নদীতে ফেলা অভিলম্ভে বন্ধ করতে হবে।

মন্তব্যসমূহ