মধুর-বাণৗ…লেখক কবি,শেখ সুমাইয়া সুলতানা
ওগো বাংলা মা
তোর কেন এতো রূপ?
এতো দেশ ঘুরে এলাম
দেখিনাতো তোর মত
কোথাও কোয়েল কথা কয়
কোথাও প্রকৃতি কাঁদিছে
নির্জনে রহিয়াছে চুপ!!
তোর অবারিত প্রান্তর মাঠ-ঘাট
শৗতল ঝর্ণা ধারা
মোর হৃদয়-টানিছে
নয়ন-চাহিছে
এক অপলক দৃষ্টি হারা//
তোর বটের বৃক্ষ তলে
কত পথৗক থাকে বসি
মোর পরাণ জুড়াইলো
গোধুলৗ আসিলো, সন্ধ্যা নামিলো
ফুটিলো চাঁদের হাসি//
তোর আম্রবনে আমের মুকুল
ছড়ায়ে থাকে কত
শিউলি তলে শিউলি ঝড়ে
মালতী ফুটিলো শত শত//
তোর কাঁঠাল বনে
হাজারৗ কাঁঠাল
ধরিছে সাঁরি সাঁরি
জামের বনে
পড়িয়াছে জাম
দুষ্টুমিতে পাড়ার ছেলে
করলো বুঝি চুরি//
তোর শাল বনেতে
ময়না টিয়ার
গুনগুনে গান শুনি
তাইতো তোরে ভুলিতে পারি না
তুই যে আমার মায়ের মুখের
মিষ্টি ভাষা
আমার মধুর-বাণৗ//
মন্তব্যসমূহ