বাঘ না থাকলে নতুন জাতীয় প্রাণি খুঁজতে হবে

Vision Led ad on bangla Tribune
রয়েল বেঙ্গল টাইগারবাংলাদেশের জাতীয় প্রাণি রয়েল বেঙ্গল টাইগার। সে সূত্র ধরে জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও টাইগার নামেই পরিচিত। তবে সুন্দরবন থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেলে এই গৌরব থাকবে না, খুঁজতে হবে নতুন জাতীয় প্রাণি।
দুই বছরব্যাপী ‘জাতীয় পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম’- এর আনুষ্ঠানিক যাত্রা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট্র অব বাংলাদেশের প্রধান নির্বাহী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
বুধবার রাজধানীর একটি কনফারেন্স হলে আয়োজিত সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা ও বাঘ রক্ষায় দেশব্যাপী সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুই বছরব্যাপী ‘জাতীয় পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম’- এর আনুষ্ঠানিক যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এ জনসচেতনতা কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি। উদ্যোগটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের বাঘ সংরক্ষণ প্রকল্পের একটি অংশ। ইউএসএইড এবং বাংলাদেশ সরকারের বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রকল্পটির লক্ষ্য হলো- মহাবিপন্ন বাঘ সংরক্ষণ এবং এর আবাসস্থল সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করা।
আয়োজকরা জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইগার ক্যারাভ্যান’ নামক উচ্চপ্রযুক্তি সম্পন্ন একটি বাস বিভিন্ন স্থানে সুন্দরবন ও বাঘ বিষয়ক প্রদর্শনীতে অংশ নেবে। বাঘ ও সুন্দরবন নিয়ে একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী হিসেবে এই ‘টাইগার ক্যারাভ্যান’ সারা দেশের ১০০টি স্থানে হাজির হয়ে বাঘ সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রদর্শনী, পথনাটক এবং অন্যান্য আয়োজনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী, ইউএসএইডের বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক ও খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ, ইউএসএইড বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ইকোনমিক গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি টিম লিডার কার্ল উরস্টার প্রমুখ।

মন্তব্যসমূহ