সংসদ প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য জাতীয় পার্টি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহন করেছে। এখন গনতন্ত্রকে প্রতিষ্ঠিা করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। কারণ আমরা চাই ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসম্প্রদায়িক গনতান্ত্রিক রাষ্ট্র।
জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী দিনে সোমবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।
তিনি প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি একবার ছদ্মবেশে বের হয়ে দেখেন, জনগন কেমন আছে। নিজ চোখেই দেখতে পাবেন। মানুষ কত কষ্ট করে বসবাস করছে। মাতুয়াইলে গিয়ে দেখুন ওখানে র্দুগন্ধে জনগন বসবাস করতে পারছেনা। জনগন চলাচল করতে পারছেনা। আমরা দেশের ময়লা সরাতে পারছিনা কিভাবে এ দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করবেন?
উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব দূর করতে হবে। পাশ্ববর্তি দেশ ভারত, চায়নার সঙ্গে আরো ভাল সর্ম্পক গড়ে তুলতে হবে। মনে রাখবেন বন্ধুত্ব বদলানো যায় প্রতিবেশী বদলনো যায় না।
তিনি প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, জনগনের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করুন। ভেজাল মুক্ত খাদ্য চায় জনগন। জনগন চিন্তা করছে তারা কি নিরাপদে থাকছে। সবাই কি নিরাপদ খাদ্য খাচ্ছে। এ বিষয়টি কেউ খতিয়ে দেখছে না।
২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে দেশবাসীকে ভেজাল মুক্ত খাবার খাওয়াতে হবে। রওশন এরশাদ শিক্ষার বাণিজ্যিকিকরণের সমালোচনা করে বলেন, শিক্ষা হচ্ছে এখন বিনিয়োগের বড় জায়গা। মানসম্পান্ন শিক্ষা ব্যাবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
রওশন এরশাদ আরো বলেন, জনগনের ৫ টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান। জাতীয় সংসদের বিরোধীদল হিসেবে আমরা চাই সরকার জনগনের এই ৫ টি মৌলিক বিষয় নিয়ে কাজ করবেন এবং গুরুত্ব দিবেন। এছাড়া মন্ত্রীদের প্লট বরাদ্দ দেয়ার দাবি জানান তিনি।
মন্তব্যসমূহ