হটাৎ বৃষ্টি তুমি আর আমি ফাকা রাস্তায় এক সাথে
রিক্সার পর্দা বিহীন ঝড় বাতাস জমে যাচ্ছি যেন
ঝুম ঝুম শীতল বাতাস আর বৃষ্টির জল এক সাথে
একটু উষ্ণতা চাই, ঠিক তখন তোমার হাত ধরে
সারাদিন কত ছুটা ছুটি সামনে বুড়িগঙ্গা ব্রিজ
অভুক্ত মন শরীর তাও ব্রিজ এ নেমে পড়া ,
অন্য কিছু নয় বৃষ্টি কে একটু আপন করে নেয়া
বৃষ্টিতে হাটতে হাটতে তোমার সাথে হাসনা বাদ
টং দোকানের আদা রং গরম চায়ের সাথে হাল্কা হাসি
চায়ের কাপে চুমুকে চুমুকে তোমার হাতে হাত রাখা ।
সন্ধ্যায় ঘরে ফিরে এক চাদরে দু জন এক সাথে হাচি দেয়া
হটাৎ বৃষ্টির মজাটা আজ বসন্তকে হাঁর মানায় মনে মনে
দুজন জড়িয়ে রইলাম রিমঝিম বৃষ্টিতে এক সাথে এ বৃষ্টিতে
মুখের ভাষা হারিয়ে গেছে চোখের ভাষার কাছে ! আজ
থাক না যত কথা--হোক না সব চুপ, বৃষ্টি পড়ুক চুপচাপ
শুধু থাকবে তোমার গায়ে ছুঁয়ে বাতাস আমায় জড়িয়ে!
আজ ইচ্ছে মতো বৃষ্টিতে ওড়াই মনের সব ইচ্ছেগুলো
শীতল জলের মাতাল নেশায় তোমায় ভালোবাসা বিলাবো,
মাঝরাতে যদি দু জনের এক সাথে জ্বর হলে খুব মজা হবে
তোমায় জড়িয়ে ধরে বলবো- চলো আর একবার ভিজি
চুপটি করে মুখ লুকিয়ে তোমায় ভালোবেসে যাবো
সারাদিনের খুনসুটি ভালোবাসা লেগে রবে পরতে পরতে...
তোমাতে আমাতে, মান অভিমানের হটাৎ বৃষ্টিতে ।
রিক্সার পর্দা বিহীন ঝড় বাতাস জমে যাচ্ছি যেন
ঝুম ঝুম শীতল বাতাস আর বৃষ্টির জল এক সাথে
একটু উষ্ণতা চাই, ঠিক তখন তোমার হাত ধরে
সারাদিন কত ছুটা ছুটি সামনে বুড়িগঙ্গা ব্রিজ
অভুক্ত মন শরীর তাও ব্রিজ এ নেমে পড়া ,
অন্য কিছু নয় বৃষ্টি কে একটু আপন করে নেয়া
বৃষ্টিতে হাটতে হাটতে তোমার সাথে হাসনা বাদ
টং দোকানের আদা রং গরম চায়ের সাথে হাল্কা হাসি
চায়ের কাপে চুমুকে চুমুকে তোমার হাতে হাত রাখা ।
সন্ধ্যায় ঘরে ফিরে এক চাদরে দু জন এক সাথে হাচি দেয়া
হটাৎ বৃষ্টির মজাটা আজ বসন্তকে হাঁর মানায় মনে মনে
দুজন জড়িয়ে রইলাম রিমঝিম বৃষ্টিতে এক সাথে এ বৃষ্টিতে
মুখের ভাষা হারিয়ে গেছে চোখের ভাষার কাছে ! আজ
থাক না যত কথা--হোক না সব চুপ, বৃষ্টি পড়ুক চুপচাপ
শুধু থাকবে তোমার গায়ে ছুঁয়ে বাতাস আমায় জড়িয়ে!
আজ ইচ্ছে মতো বৃষ্টিতে ওড়াই মনের সব ইচ্ছেগুলো
শীতল জলের মাতাল নেশায় তোমায় ভালোবাসা বিলাবো,
মাঝরাতে যদি দু জনের এক সাথে জ্বর হলে খুব মজা হবে
তোমায় জড়িয়ে ধরে বলবো- চলো আর একবার ভিজি
চুপটি করে মুখ লুকিয়ে তোমায় ভালোবেসে যাবো
সারাদিনের খুনসুটি ভালোবাসা লেগে রবে পরতে পরতে...
তোমাতে আমাতে, মান অভিমানের হটাৎ বৃষ্টিতে ।
মন্তব্যসমূহ