সংসদ প্রতিবেদক: দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২৭ কার্যদিবস চলার পর সোমবার শেষ হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের পর অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করে জাতীয় সংসদের দীর্ঘতম এ অধিবেশন সমাপ্ত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গত ২০ জানুয়ারি শুরু হওয়া বছরের প্রথম এ অধিবেশনে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা ছিল প্রতিটি কার্যদিবসের মূল কার্যসূচি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বাদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২০৯ জন ৫২ মিনিট ধরে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন।
দশম সংসদের তৃতীয় বছরের প্রথম এ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৯টি প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ৪ হাজার ৯২২টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৪৪টি প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। চলতি অধিবেশনে মোট ৯টি বিল পাস হয়েছেএ এ ছাড়া সংসদে আলোচনার জন্য ৭১ বিধিতে ২৮৫ জনগুরুত্বপূর্ণ নোটিশ জমা পড়ে। এর মধ্যে ১৫টি নোটিশ গৃহীত হয়। ৩টি নোটিশ আলোচিত হয়।
এই সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি
।
গত ২০ জানুয়ারি শুরু হওয়া বছরের প্রথম এ অধিবেশনে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা ছিল প্রতিটি কার্যদিবসের মূল কার্যসূচি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বাদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২০৯ জন ৫২ মিনিট ধরে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন।
দশম সংসদের তৃতীয় বছরের প্রথম এ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৯টি প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ৪ হাজার ৯২২টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৪৪টি প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। চলতি অধিবেশনে মোট ৯টি বিল পাস হয়েছেএ এ ছাড়া সংসদে আলোচনার জন্য ৭১ বিধিতে ২৮৫ জনগুরুত্বপূর্ণ নোটিশ জমা পড়ে। এর মধ্যে ১৫টি নোটিশ গৃহীত হয়। ৩টি নোটিশ আলোচিত হয়।
এই সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি
।
মন্তব্যসমূহ