তারুণ্যের শক্তি
শেখ সুমাইয়া সুলতানা
আমি তারুণ্য দেখিয়াছি
যে শিশু হাসিছে মাতৃক্রোরে,,
আমি যবনিকা দেখিয়াছি
যে শিশু ফুটপাতে ক্রন্দন করে//
যে শিশু জনমের লাগি ইয়াতিম
যার কেহ নাই,,
তারুণ্যের হিংস্র বেগবান
তাহার মাঝে দেখিতে পাই//
যে শিশুর নিদ্রা কাটিছে
বড় শহরের অলিতে-গলিতে,,
আমি চেতনা দেখিয়াছি
তাহার মাঝে
ঘুরিয়াছি তাহার হৃদয়-তুলিতে//
যে শিশু পথ হারা
যাহার নাহি বাসভবন,,
আমি তাহার মুখে শুনিয়াছি
এক প্রতিবাদৗ বচন//
যে শিশু ঘুরিছে,ফিরিছে
ভিখারি বেশে,,
তাহার নিবিড় দুঃখ
আমি বুঝিতে পারি
তাহার প্রতিটি নিঃস্বাসে!!
যে শিশু অনাহারী
সাত দিন ধরে,,
আমি শুনিয়াছি তার
করুণ প্রার্থনা
বুঝিয়াছি বারে বারে //
কিছুই তো করিতে পারি না
আমি তাহাদের লাগি,,
নিরবে মোর হিয়া কাঁদে
কত নিশি জাগি//
শেখ সুমাইয়া সুলতানা
আমি তারুণ্য দেখিয়াছি
যে শিশু হাসিছে মাতৃক্রোরে,,
আমি যবনিকা দেখিয়াছি
যে শিশু ফুটপাতে ক্রন্দন করে//
যে শিশু জনমের লাগি ইয়াতিম
যার কেহ নাই,,
তারুণ্যের হিংস্র বেগবান
তাহার মাঝে দেখিতে পাই//
যে শিশুর নিদ্রা কাটিছে
বড় শহরের অলিতে-গলিতে,,
আমি চেতনা দেখিয়াছি
তাহার মাঝে
ঘুরিয়াছি তাহার হৃদয়-তুলিতে//
যে শিশু পথ হারা
যাহার নাহি বাসভবন,,
আমি তাহার মুখে শুনিয়াছি
এক প্রতিবাদৗ বচন//
যে শিশু ঘুরিছে,ফিরিছে
ভিখারি বেশে,,
তাহার নিবিড় দুঃখ
আমি বুঝিতে পারি
তাহার প্রতিটি নিঃস্বাসে!!
যে শিশু অনাহারী
সাত দিন ধরে,,
আমি শুনিয়াছি তার
করুণ প্রার্থনা
বুঝিয়াছি বারে বারে //
কিছুই তো করিতে পারি না
আমি তাহাদের লাগি,,
নিরবে মোর হিয়া কাঁদে
কত নিশি জাগি//
মন্তব্যসমূহ