ত্রিশালের ফাতেমা নগর শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা।


SAMSUNG CAMERA PICTURES



এইচ এম মোমিন তালুকদার, ব্যাপক ঝাক জমক ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের ফাতেমা নগর শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। সোমবার স্থানীয় কালির বাজার স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া উৎসবকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মাঝে বিরাজ করছিলো সাঁজ-সাঁজ রব। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল আলম বলেন আগামী দিনে দেশকে ও উন্নতদেশ হিসাবে এগিয়ে নিয়ে বিশ্বের মাঝে পরিচিত ও প্রতিষ্ঠিত করে তুলতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে হবে। তিনি বলেন প্রত্যেক শিক্ষার্থীর যেন শিক্ষা অর্জনের পর অতিরিক্ত সময়ে খেলাধুলা চর্চায় আগ্রহী হয় সে লক্ষ্যে সকল শিক্ষকদের পাশাপাশি
অভিভাবকদেরকেও সচেতন হতে হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজ সেবক ও জনপ্রিয় উপস্থাপক রাশেদুল ইসলাম ছোট্টর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আ.হা.ম শহিদ উল্লাহ, ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার, বানিয়াধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ধলায়মান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস নূরুন্নাহার, উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি গোলাম রব্বানী, কালির বাজার নওহেলাল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল করিম। ফাতেমা নগর শিশু একাডেমীর প্রধান শিক্ষক এম.এ করিমের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারি ফজলুল হক ভুট্টোর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক হুমায়ুন আহমেদ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও আব্দুল মোতালেব। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবক মহল উপস্থিত ছিলেন। আগামী ২রা মার্চ বুধবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল কে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ করিম।

মন্তব্যসমূহ