একুশে সম্মাননা পদক ২০১৬ পেলেন ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ

12764571_1686950601593784_8930223242491492336_o-picsay


এইচ এম মোমিন তালুকদারঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ সফল ইউপি চেয়ারম্যান। এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য সাধীনতা সংসদ একুশে সম্মাননা পদক-২০১৬ লাভ করেছেন।
আসাদুল্লাহ আসাদ  ইউপি চেয়ারম্যান FB_IMG_14567628326737283
হিসেবে সরকারী অনুদান বা বিশেষ সুযোগের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে এলাকার অবহেলিত, দুঃস্থ ও অসহায় মানুষদের কল্যানে এবং এলাকার উন্নয়নে কাজ করায় ২৯ফেব্রুয়ারি ২০১৬ ঢাকা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে।ডঃ জসিম উদ্দিন আহমেদ এর হাত থেকে সাধীনতা সংসদ একুশে সম্মাননা পদক-২০১৬ গ্রহন করেন।
ত্রিশাল উপজেলার ধানীখোলার মৃত ডাঃ ময়েজ উদ্দিন সাহেবের সুযোগ্য ছেলে  আসাদুল্লাহ আসাদ এর সম্মাননা পদক পাওয়ায় তার এলাকার মানুষদের মনে খুশীর বন্যা বইছে।
এসময় উপস্থিত ছিলেন সাধীনতা সংসদ এর চেয়ারম্যান এডভোকেট এ এনএম সালামত উল্লাহ ও সচিব সাহেদ আহমেদ এছাড়াও  সাধীনতা সংসদ এর সকল সদস্য সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
FB_IMG_14567628488380088
আসাদুল্লাহ আসাদ বলেন এই সম্মাননার ভাগীদার ধানীখোলা, ত্রিশাল ও  বৃহত্তর  ময়মনসিংহ  বাসীর। তিনি বলেন, এলাকার মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, শিশুদের সুরক্ষা সহ মানুষের কল্যানে তিনি আজীবন কাজ করে যাবেন।
উল্লেখ্য এর আগেও তিনি একাধিক সম্মাননা পুরষ্কার লাভ করেন।

মন্তব্যসমূহ