ভিয়েতনামে একটি পরিবারে একই মায়ের গর্ভে যমজ শিশুর জন্ম হয় দুইবছর আগে।
প্রথমে তারা একসঙ্গেই বড় হচ্ছিল। কিন্তু দিনে দিনে দুজনের চেহারার পার্থক্যের বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ায় পরিবারের সন্দেহ হয়।
প্রথমে হাসপাতালে শিশু পাল্টে গেছে বলে সন্দেহ করা হচ্ছিল। কিন্তু মায়ের সঙ্গে ডিএনএ টেস্টের পর জানা যায়, শিশু দুটি তারই। কিন্তু বাবার সঙ্গে একজনের ডিএনএ টেস্ট করার পরই জানা যায়, একই মায়ের হলেও, শিশু দুটির বাবা দুইজন।
ভিয়েতনাম জেনেটিক এসোসিয়েশনের প্রফেসর লে ডিনহ লুয়ং বলছেন, ''তাদের পরীক্ষায় কোন ক্রুটি নেই, যদিও এ ধরণের ঘটনা খুবই বিরল।''
তিনি বলছেন, ''পুরো পৃথিবীতেই এরকম মাত্র ১০টি ঘটনা জানা গেছে, যাদের মা এক হলেও, বাবা ভিন্ন।''
যদিও গোপনীয়তার স্বার্থে এই পরিবারের পরিচয় বা বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।
চিকিৎসকরা বলছেন, এরকম ঘটনাকে তারা 'বাইপ্যাটার্ন্যাল টুইনস' বলে বর্ণনা করে থাকেন।
চিকিৎসকদের মতে, নারীর ডিম্বাণুর আয়ু ১২ থেকে ৪৮ ঘণ্টা। আর শুক্রাণুর আয়ু ৭ থেকে ১০দিন পর্যন্ত হতে পারে। গর্ভধারণের সময় কোন নারী যদি দুইজন পুরুষের সঙ্গে মিলিত হন, তাহলে দুইটি ডিম্বাণু উর্বর হতে পারে, যা থেকে যমজ শিশুর জন্ম হওয়া সম্ভব।
মন্তব্যসমূহ