এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল



এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল
ভারত প্রাইজমানি হিসাবে পেল
প্রায় ৪৮ লক্ষ টাকা
(৬০ হাজার ইউএস ডলার)
,
আর রানারআপ দল হিসাবে
বাংলাদেশ পেল ২৪ লক্ষ টাকা
(৩০ হাজার ইউএস ডলার)
,
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
সাব্বির পেয়েছেন ১০ লক্ষ টাকা
(সাড়ে ১২ হাজার ডলার)
,
আর ফাইনালের ম্যান অব দ্যা
ম্যাচ বিজয়ী শিখর ধাওয়ান
পেল ছয় লক্ষ টাকা
(সাড়ে সাত হাজার ডলার)
,
ফাইনালে কুল প্লেয়ার কোহলি
পেয়েছেন ২লক্ষ টাকা
(২৫০০ ডলার)
,
টুর্নামেন্টের কুলেস্ট প্লেয়ার
আলামিন পেয়েছে ৪ লক্ষ টাকা,
(৫হাজার ডলার)
ফাইনালে বাংলাদেশের হয়ে শেষ
মূহুর্তে সেরা ক্যাচ ধরে ২লক্ষ টাকা
(২৫০০ ডলার)
পেলেন সৌম্য সরকার।
টাকা বড় কথা নয়, মর্যাদা টাই
আসল।
বাংলাদেশ হারলেও এশিয়া কাপে
ম্যাশবাহিনীর পারর্ফম ছিলো
অসাধারণ।
আমরা বাংলাদেশের পাশে
আছি এবং সমর্থন করে যাব,
আগামীকালই ম্যাশবাহিনী
ভারতে যাচ্ছে তাই আসন্ন T20
বিশ্বকাপের জন্য শুভ কামনা
থাকল বাংলাদেশ দলের জন্য।
(সংগ্রহীত)

মন্তব্যসমূহ