বাংলার টাইগার কবি শেখ সুমাইয়া সুলতানা

মাগো তোমার দামাল ছেলেরা
আনিলো বাংলার জয়,,
ভিনদেশীদের তাড়িয়ে দিলো 
করিলো পরাজয়//
মাগো তোমার লক্ষৗ ছেলেরা
করিলো বাঘে -সিংহে লড়াই,,
তাই চারিদিকে আজ জয়ধ্বনি
করি বাংলার বড়াই //
মাগো তোমার ছেলেরা
দুরন্ত দুর্বার 








যেন ধাঁরালো তলোয়ার,,
ভিনদেশীদের জব্দ করিলো
ওরা বাংলার টাইগার//
ওরা শুধু কাঁদতে জানে না
কাঁদাতেও জানে,,
ওরা শুধু হারতে শিখেনি
হারাতেও জানে
আজ নামিলো বিজয়-আনন্দ
এই বাংলার ময়দানে//
আজ সারা বিশ্ব জানুক
বাঙালির নব ইতিহাস,,
আবার আনিবে চুড়ান্ত বিজয়
এ আমার বিশ্বাস!!
মাগো তোমার আদরে লালিত
সোনার ছেলেদের
আশির্বাদ দাও ঢালি,:
বাঙালির প্রতি ঘরে ঘরে
আজি আলোর মশাল জ্বালি
বিজয়-আনন্দে আজি
সকল দুঃখ যাব ভুলি//
বাংলার বিজয়-আনন্দে আমার কবি হৃদয় পরম সুখ অনুভব করছে আমি আমার বৗর বাঙালি বাংলার টাইগারদের নিয়ে এই কবিতাটি লিখেছি/ আমি তো সাধারণ কবি
তাই আমি আমার কবিতা দিয়ে তাঁদের সম্মান জানালাম //
এগিয়ে চল আমার বৗর বাঙালি /

মন্তব্যসমূহ