গৌরীপুর প্রতিনিধিঃ আসন্ন দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির (ধানের শীষ) প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে যারা চূড়ান্তভাবে ধানের শীষের টিকিট পেলেন তারা হলেনÑ১ নং মইলাকান্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, ২ নং গৌরীপুর ইউনিয়নে আব্দুস সাাত্তার মাষ্ঠার, ৩ নং অচিন্তপুর ইউনিয়নে মোঃ জায়েদুর রহমান, ৪ নং মাওহা ইউনিয়নে এমদাদুল হক খোকন, ৫ নং সহনাটি ইউনিয়নে জিয়াউল আবেদীন জিল্লু, ৬ নং বোকাইনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, ৭ নং রামগোপালপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, ৮ নং ডৌহাখলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হাশিম সাত্তার মন্ডল, ৯ নং ভাঙ্গানামারী ইউনিয়নে মো.আবুল কাশেম, ১০ নং সিধলা ইউনিয়নে মো.উসমান গণি মাষ্টার।
মঙ্গলবার দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে যারা চূড়ান্তভাবে ধানের শীষের টিকিট পেলেন তারা হলেনÑ১ নং মইলাকান্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, ২ নং গৌরীপুর ইউনিয়নে আব্দুস সাাত্তার মাষ্ঠার, ৩ নং অচিন্তপুর ইউনিয়নে মোঃ জায়েদুর রহমান, ৪ নং মাওহা ইউনিয়নে এমদাদুল হক খোকন, ৫ নং সহনাটি ইউনিয়নে জিয়াউল আবেদীন জিল্লু, ৬ নং বোকাইনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, ৭ নং রামগোপালপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, ৮ নং ডৌহাখলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হাশিম সাত্তার মন্ডল, ৯ নং ভাঙ্গানামারী ইউনিয়নে মো.আবুল কাশেম, ১০ নং সিধলা ইউনিয়নে মো.উসমান গণি মাষ্টার।
মন্তব্যসমূহ