আমার এক চোখেতে তনু..লেখিকা,কবি- শেখ সুমাইয়া সুলতানা

FB_IMG_14588158768624280

আমার এক চোখেতে তনু
আরেক চোখে বাংলাদেশ,,
জানি না তনু তোর হত্যার বিচার
কভু হবে কি শেষ!!
শুধু জানি আমার বাঙালি জাতি
চেচিয়ে বেড়ায় স্বাধীনতার নামে,,
তাই বুঝি আজি তোর
সম্মান কিনিতে চায়
ওরা হাজার টাকার দামে !!
আজি একই দিনে মহান স্বাধীনতা
আরেক দিকে তোর শোকের বসন,
এমন-দিনে প্রার্থনা করি
ওহে আল্লাহ তুমি
কাপুরুষদের করিও একদিন পতন!
আজি এই মহান দিনে তনু
তুই যদি বেঁচে থাকতিস,,
মুক্তিযোদ্ধার জননৗ হয়ে
স্বাধীনতার গান গাইতিস!!
জানি না আর কতকাল
নারৗ জাতির হইবে অপমান,,
হায় রে আমার সোনার বাংলা!
আর কতো বিলিন হবে
হাজারও তনুর প্রাণ?!
আজি কোথায় আমার দেশদরদৗ?
কোথায় বড় বড় পত্রিকা!..
পত্রিকারি বিশেষ কলামে দেখিনাতো
তনুর হত্যার বড় শিরোনামের টিকা!!
যতো দিন এই বাংলার প্রান্তরে
তনু হত্যার বিচার নাহি পাই ,,
ততোদিন বাংলার লাখ জনতার
পরাণে শান্তি নাই…
শোন দেশদরদৗ আমরা তোমাদের
হুশিয়ার দিয়ে যাই //
  • sumaya sultana

মন্তব্যসমূহ